3:00 pm , April 1, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর আলোচিত ফেন্সিডিল স¤্রাট আজিম হোসেন ওরফে ফেন্সি আজিমকে বিপুল পরিমান ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এছাড়াও আটক হয়েছে তার সহযোগি। গতকাল সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আটক অভিযানের বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশ। আটক আজিম নগরীর ভাটিখানা এলাকার কাজী বাড়ী লেনের বাসিন্দা মৃত আলতাফ হোসেন হাওলাদারের ছেলে। সহযোগি নাছির মাতুব্বর পটুয়াখালী সদরের লাউকাঠি ইউনিয়নের জামুরা এলাকার নাজেম মাতবরের ছেলে। নগরীর আমতলা মোড় এলাকায় নিজের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে পারাবাত ১১ লঞ্চের তৃতীয় তলার ৩৪৭নং কেবিনে অবস্থানরত যাত্রী নাছির মাতবরকে ৯ হাজার ৮শ পিস ইয়াবা সহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৪৯ লাখ টাকা এবং তার কাছ থেকে তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে নাছির মাতবর পুলিশকে জানায় কক্সবাজারের বাসিন্দা দিলদার ঢাকার টেকনিক্যাল মোড় থেকে এই ইয়াবা নিয়ে নগরীর ফেন্সি স¤্রাট আজিম হোসেনের কাছে পৌঁছানোর চুক্তি হয়। জিজ্ঞাসাবাদ অনুযায়ী নগরীর লঞ্চ ঘাটস্থ চট্রগ্রাম মুসলিম হোটেলের সামনে গিয়ে ইয়াবা নেয়ার জন্য অপেক্ষারত আজিম হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মোটর সাইকেল ও দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যাতে তিনজনকে আসামী করা হয়েছে। অপরদিকে, পুলিশ জানিয়েছে আটক আজিম এক সময়ে নগরীতে ফেন্সিডিল ব্যবসা নিয়ন্ত্রন করতো। নগরীর প্রতিটি অলি-গলিতে ফেন্সিডিলের খুচরা ও পাইকারী বিক্রি করতো সে। তাই তাকে নগরবাসীর কাছে সে ফেন্সি আজিম হিসেবে পরিচিত।