এইচএসসি পরীক্ষায় অংশ নেবে ৬৫ হাজার পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে ৬৫ হাজার পরীক্ষার্থী - ajkerparibartan.com
এইচএসসি পরীক্ষায় অংশ নেবে ৬৫ হাজার পরীক্ষার্থী

3:01 pm , March 31, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় বিভাগে ৬৪ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে নিয়মিত ৫১ হাজার ৯৩৬, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৮৭১, প্রাইভেট পরীক্ষার্থী ৩০ এবং অনিয়মিত পরীক্ষার্থী ১২ হাজার ৫৮২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩০ হাজার ২৯ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮৯০ জন। এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেবে ১৪ হাজার ৫০৮ জন, মানবিক থেকে ৩৪ হাজার ৪৮৮ এবং ব্যবসায় শিক্ষা থেকে ১৫ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী। এদিকে বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলা থেকে এবার সব থেকে বেশী শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। বরিশাল জেলায় পরীক্ষার্থী সংখ্যা ২৩ হাজার ৪৬০, ঝালকাঠি জেলায় ৫১৪৫ জন, পিরোজপুর জেলায় ৮ হাজার ২৮৬ জন, পটুয়াখালী জেলায় ১২ হাজার ৬১৭ জন, বরগুনা জেলায় ৬ হাজার ৫২৪ জন এবং ভোলা জেলায় ৮ হাজার ৮৮৭ জন। অপরদিকে বোর্ডের আওতায় ৩৩০টি কলেজের পরীক্ষার্থীরা ১১৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT