দুই এজেন্টের জরিমানা ॥ আটক-২ কঠোর নিরাপত্তায় ভোলার ৩ উপজেলার ভোট গ্রহণ দুই এজেন্টের জরিমানা ॥ আটক-২ কঠোর নিরাপত্তায় ভোলার ৩ উপজেলার ভোট গ্রহণ - ajkerparibartan.com
দুই এজেন্টের জরিমানা ॥ আটক-২ কঠোর নিরাপত্তায় ভোলার ৩ উপজেলার ভোট গ্রহণ

2:57 pm , March 31, 2019

ভোলা অফিস ॥ প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ভোলা জেলার ৩টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এর তজুমদ্দিন ও লালমোহনে সকল পদে (চেয়ার‌্যমান ও ভাইস চেয়ারম্যান) নির্বাচন অনুষ্ঠিত হলেও দৌলতখান উপজেলায় শুধু পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। মেঘনাপাড়ের তজুমদ্দিন উপজেলায় আওয়ামী লীগের হেভিওয়েট দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্ব›িন্দ্বতা হওয়ায় নির্বাচন কমিশন, প্রশাসন সহ সকলের দৃষ্টি ছিল এ উপজেলার দিকে। তবে ২/১টি কেন্দ্রে জালভোটের কথা শোনা গেলেও কোন সহিংসতার ঘটনা ঘটেনি। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগে ২ এজেন্টকে ৫ হাজার টাকা করে জরিমানা ও জালভোট দেওয়ার অভিযোগে ভুট্টো ও মুন্না নামের ২ জনকে আটক করা হয়। সরেজমিনে দেখা যায়, সকালে ভোটকেন্দ্রগুলোতে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। সহিংসতা ছাড়া ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছে বুথ ফেরত নারী- পুরুষরা। এদিকে সম্ভুপুর ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রোবকা পড়ে ছদ্মবেশে ভোট দিতে আটক হয়েছে মুন্না নামের অষ্টম শ্রেণির এক ছাত্র। একই অভিযোগে মো. ভুট্টো নামের আরেকজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দিনভর আইন শৃঙ্খলারক্ষা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ফজলুল হক দেওয়ান ( নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোহী মোশারেফ হোসেন দুলাল (আনারস) প্রতিদ্ব›িন্দ্বতা করেছেন। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্ব›িন্দ্বতা করছেন। ৪৪ কোন্দ্রে এ উপজেলায় ভোটার সংখ্যা ৮৭ হাজার ৮শ’। নির্বাচন চলাকালেই আওয়ামী লীগ প্রার্থীর ফজলুল হক দেওয়ান তারকর্মী ও সমর্থকদের হয়রানীর অভিযোগ এনে অসন্তোষ প্রকাশ করেন। আর সুষ্ঠু নির্বাচনে বিজয়ের বিষয়ে আশাবাদ জানান বিদ্রোহী প্রার্থী মোশারেফ হোসেন দুলাল। এদিকে লালমোহন উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের বিদ্রোহী অধ্যক্ষ নজরুল ইসলাম ও জাতীয় পার্টির মিজানুর রহমান প্রতিদ্ব›িন্দ্বতা করেন। তবে মাঠে একচ্ছত্র আধিপত্ত ছিল গিয়াস উদ্দিন আহমেদ। ভোটার উপস্থিতিও ছিল খুবই কম। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পুরুষ ৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্ব›িন্দ্বতা করছেন। এছাড়া দৌলতখান উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোশারেফ হোসেন কান্টু, মো. ছিদ্দিক মিয়া ও আঃ অদুদ প্রতিদ্ব›িন্দ্বতা করছেন। শুধু ভাইস চেয়ারম্যান পদে ভোট হওয়ায় প্রায় ভোটার শূণ্যছিল কেন্দ্র গুলো। প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ি পশ্চিম চরখলিফা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ হাজার ৩৮৫ ভোটারের মধ্যে দুপুর ১ টা পর্যন্ত মাত্র ৬৫টি ভোট কাস্টিং হয়েছে। দৌলতখান উত্তর পশ্চিম চর খলিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ৫৫০ ভোটারের মধ্যে দুপুর ১ টা পর্যন্ত ১২০টি ভোট গ্রহন হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT