বানারীপাড়ায় দেয়াল নির্মাণ করে চার পরিবারকে অবরুদ্ধ বানারীপাড়ায় দেয়াল নির্মাণ করে চার পরিবারকে অবরুদ্ধ - ajkerparibartan.com
বানারীপাড়ায় দেয়াল নির্মাণ করে চার পরিবারকে অবরুদ্ধ

3:14 pm , March 30, 2019

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামে ঘরামী বাড়ির উঠানে দেয়াল নির্মাণ করে চারটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে ওই বাড়ির প্রবাস ফেরত আলমগীর হোসেন ঘরামী,জাহাঙ্গির হোসেন ঘরামী,জাহিদ হোসেন ঘরামী ও তাদের চাচাতো ভাই মোস্তফা ঘরামীর সঙ্গে একই বাড়ির জ্ঞাতি চাচাতো ভাই পিরোজপুর থানার উপ-পরিদর্শক এনামুল হক,রিপন ঘরামী,শিপন ঘরামী ও আবুল হোসেন ঘরামীদের সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। এনিয়ে আলমগীর হোসেন ঘরামীরা প্রতিপক্ষদের বিরুদ্ধে পৃথক ৪ টি মামলাও দায়ের করেন। সম্প্রতি বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান বিরোধ নিস্পত্তি করে ওই বাড়িতে শান্তি প্রতিষ্ঠার জন্য সরেজমিন পরিদর্শন করে সুষম বন্টনের জন্য উপ –পরিদর্শক সাহানুর মিয়াকে দায়িত্ব দেন। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সার্ভেয়ার দিয়ে সম্পত্তি মাপের মাধ্যমে বন্টন করে সীমানা পিলার দেওয়া হয়। এর পরপরই আলমগীর হোসেন গং বাড়ির উঠানের ওপরে দেয়াল( সীমানা প্রাচীর) নির্মাণ করে প্রতিপক্ষদের অবরুদ্ধ করে ফেলেন। ওই দেয়াল নির্মাণের ফলে ৪/৫টি পরিবারের অর্ধশত সদস্য অবরুদ্ধ হয়ে পড়েছেন। বিশেষ করে দেয়ালের ভিতরে সরকারী গভীর নলকুপ থাকায় অবরুদ্ধ হয়ে পড়া ওই পরিবারগুলোর সদস্যরা তা ব্যবহার করতে পারছেন না। এ ব্যপারে অবরুদ্ধ পরিবারের সদস্য শতবর্ষী ফুলসোনা ও আমেনা বেগম গভীর নলকুপ ব্যবহার করে ওযু করতে না পাড়ায় অশ্রুজলে ক্ষোভ প্রকাশ করেছেন।এ ব্যাপারে অভিযুক্ত আলমগীর হোসেন দাবী করেন সম্পত্তির বন্টনের পরে তাদের সীমানায় তারা দেয়াল নির্মাণ করেছেন। দেয়াল নির্মাণের ফলে অন্যরা যে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সে প্রশ্ন করা হলে তিনি সদুত্তর দিতে পারেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT