3:13 pm , March 30, 2019
বানারীপাড়া প্রতিবেদক ॥ ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত বানারীপাড়ার ঐতিহ্যবাহী মলুহার ইসলামিয়া ফাযিল মাদ্রাসা জেলায় শ্রেষ্ঠত্ব অর্জণ করেছে। ২৭ মার্চ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইকবাল আক্তার ও জেলা শিক্ষা কর্মকর্তা ড.আনোয়ার হোসেনের নেতৃত্বাধিন ইন্টারভিউ বোর্ড মলুহার ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমানের সাক্ষাতকার গ্রহণ করে এবং মাদ্রাসার পরীক্ষার ফলাফল,পাশ করা ছাত্র-ছাত্রীর সংখ্যা,শিক্ষক ও শিক্ষার্থী অনুপাত,কর্মরত শিক্ষকগণের শিক্ষাগত যোগ্যতার মানের গড়,ভৌত অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা,এ্যাসেম্বেলি ও জাতীয় দিবস সমূহ যথাযথভাবে উদযাপন,প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা,পঠন-পাঠনের নিয়মানুবর্তিতা,খেলাধুলা ও সহপাঠক্রম ব্যবস্থা,শিক্ষার পরিবেশ,মাল্টিমিডিয়া ক্লাস রুম/আইসিটি /কম্পিউটার ল্যাব,প্রতিষ্ঠানে স্কাউট/গার্লস গাইড/রোভার/বিএনসিসি/যুব রেড ক্রিসেন্ট ইত্যাদির কার্যক্রম থাকা সহ বিভিন্ন বিষয় বিবেচনায় এ মাদ্রাসটি জেলায় শ্রেষ্ঠ মাদ্রাসার গৌরব অর্জণ করেছে।এদিকে মলুহার ইসলামিয়া ফাযিল মাদ্রাসা জেলার শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি পাওয়ায় ম্যানেজিং কমিটি,শিক্ষকমন্ডলী,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী আনন্দে উদ্বেলিত ও উচ্ছ্বসিত। মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ¦ আ. হাই প্রতিষ্ঠানের এ গৌরব অর্জনে সন্তোষ প্রকাশ করে আগামীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।তার মতো একই প্রত্যয় ব্যক্ত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান ও সহ-সভাপতি একে এম মোস্তফা কামাল নয়নগীর।