বিএম কলেজে তিনদিন ব্যাপি মুক্তিযুদ্ধের বই মেলার উদ্বোধন বিএম কলেজে তিনদিন ব্যাপি মুক্তিযুদ্ধের বই মেলার উদ্বোধন - ajkerparibartan.com
বিএম কলেজে তিনদিন ব্যাপি মুক্তিযুদ্ধের বই মেলার উদ্বোধন

3:11 pm , March 30, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ “মুক্তিযুদ্ধের আদর্শই হোক আমাদের চেতনা”এ প্রতিপ্যাদ্য নিয়ে বিএম কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে তিনদিন ব্যাপি ‘মুক্তিযুদ্ধের বই মেলা’। বিএম কলেজ সংস্কৃতিক পরিষদের আয়োজনে শুরু হওয়া বই মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বীর মুক্তিযোদ্ধা মাহফুজ আলম বেগ। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এ মেলা শেষ হবে কাল সোমবার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজের সাবেক অধ্যক্ষ সম ইমানুল হাকিম, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মো. আল আমিন সরোয়ার, সুরভী গ্রুপ লিমিটেড পরিচালক রিয়াজুল কবির, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সাধারন সম্পাদক মিন্টু কুমার কর। বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান শিকদারের সভাপতিত্বে মেলার প্রথম দিনের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারন করেন বরিশাল বিভাগীয় সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার ঘোষ পুতুল। এর পূর্বে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের পর একই স্থানে অস্থায়ীভাবে তৈরি করা বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। একই সময় বেলুন-ফেস্টুন উড়িয়ে তিনদিন ব্যাপি মুক্তিযুদ্বের বই মেলার আনুষ্ঠিক ভাবে উদ্বোধন করা হয়। মেলায় ভ্রাম্যমানসহ ১১টি স্টলে স্বাধীনতা-সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনীসহ বিভিন্ন বই স্থান রয়েছে। বই মেলার অনুষ্ঠান-মালায় রয়েছে আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারন, চিত্রাংকন প্রতিযোগিতা, লেখক-পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পযন্ত চলবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT