3:27 pm , March 29, 2019
উজিরপুর প্রতিবেদক ॥ উজিরপুরের হারতা-বিশারকান্দি সড়কে দক্ষিন রাজাপুর মোঃ ফজলুল হক বেপারীর বাড়ির সামনেই রাস্তার মাঝে পল্লী বিদুৎতের খুঁটি স্থাপন করা হয়েছে। এটা যেন দেখার কেউ নেই। রাস্তার মাঝে এই খুটির কারনে প্রতিনিয়ত শত শত গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করলেও তবুও জনস্বার্থে এটি স্থানান্তরের প্রয়োজনীয়তা কেউ অনুভব করছেনা। সরেজমিনে গিয়ে দেখা যায়, হারতা-বিশারকান্দি সড়কটি অনেক আকাঁবাকা ও সরু। রাস্তার মাঝে যেখানে বিদুৎতের খুটি অবস্থান তার পূর্ব ও পশ্চিম পার্শ্বে দুই দিকে আকাঁবাকা দুটি বিশাল মোড়। যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এলাকাবাসী অভিযোগ করে বলেন, হারতা-বিশারকান্দি সড়কটি কিছুদিন আগে পাকা ও প্রশস্তকরা হয়। কিন্তু কর্তব্যরত ব্যক্তিদের সামনেই পাকা ও প্রশস্তকরার সময় রাস্তার মাঝে খুটি রেখে রাস্তার কাজ সম্পন্ন করা হয়। কর্তব্যরত ব্যক্তিদের বারবার বলা হলেও কেউ আমলে নেয়নি। তবে এখন খুটিটি স্থানান্তর করা খুবই জরুরী নয়তো যে কোন সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। ইতিপূর্বে স্থানীয় প্রতিনিধিরা এব্যাপরে পদক্ষেপ না নিলেও উধ্বোর্তন কর্মকর্তারা অতিসত্তর এব্যাপারে পদক্ষেপ গ্রহন করবেন বলে আশা করেন এলাকাবাসী।
