স্বমহিমায় শ্রেষ্ঠ লালমোহন উপজেলার রফিক-জাকিয়া দম্পতি স্বমহিমায় শ্রেষ্ঠ লালমোহন উপজেলার রফিক-জাকিয়া দম্পতি - ajkerparibartan.com
স্বমহিমায় শ্রেষ্ঠ লালমোহন উপজেলার রফিক-জাকিয়া দম্পতি

3:34 pm , March 28, 2019

লালমোহন প্রতিবেদক ॥ চাকরী সুবাদে লালমোহনে অবস্থান দীর্ঘমেয়াদী। তাই লালমোহনের সর্বস্তরের মানুষের ভালোবাসায় যেমন সিক্ত তেমনি সবার হৃদয়ের মনি কোঠায় রয়েছেন এক দম্পতি। এখন লালমোহনেরই বাসিন্দা তারা। স্বামী লালমোহন মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্ত্রী মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। দুইজনেই এবার স্ব স্ব ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করে ভোলা জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। এই দম্পতি হলেন লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ও লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জাকিয়া সুলতানা।
মোঃ রফিকুল ইসলাম গত ২৭মার্চ জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। আর জাকিয়া সুলতানা ২৪ মার্চ ভোলা জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শ্রেণী শিক্ষিকা হিসেবে নির্বাচিত হন। মোঃ রফিকুল ইসলাম লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে শিক্ষাঙ্গনে লালমোহনের আপামর জনসাধারণের কাছে প্রবাদপ্রিয় একটি নাম। কর্মসুত্রে জীবনের সিংহভাগ সময় ব্যয় করেছেন দ্বীপজেলা ভোলা ও লালমোহনের মাটি ও মানুষ কে নিয়ে?। এবার তিনি পেয়েছেন উপযুক্ত স্বীকৃতি । মোঃ রফিকুল ইসলামের সহধর্মিণী জাকিয়া সুলতানা লালমোহনের স্বনামধন্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গুণী শিক্ষক। এছাড়া তিনি একজন লেখক। গত দুই বছর ধরে একুশে বই মেলায় দুইটি গল্পগ্রন্থ প্রকাশ করেছেন জাকিয়া সুলতানা। এবছর একুশে বই মেলায় প্রকাশ হয় ‘শেষ বিকেলের রোদ্দুর’। গত বছর একুশে বই মেলায় প্রকাশ হয় ‘জীবনের গল্প’। তিনিও নিয়ে এলেন লালমোহনের জন্য বিরল সম্মান। এ অর্জন লালমোহনের জন্য অসাধারণ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT