আগৈলঝাড়ায় জাতীয় পর্যায় শ্রেষ্ঠ শিক্ষিকা সংবর্ধিত আগৈলঝাড়ায় জাতীয় পর্যায় শ্রেষ্ঠ শিক্ষিকা সংবর্ধিত - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় জাতীয় পর্যায় শ্রেষ্ঠ শিক্ষিকা সংবর্ধিত

3:33 pm , March 28, 2019

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় জাতীয় পর্যায় শ্রেষ্ঠ শিক্ষিকাকে সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার জবসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘স্বপ্নের গ্রাম’ সংগঠনের সভাপতি মো.সিরাজুল হকের সভাপতিত্বে জাতীয় পর্যায় শ্রেষ্ঠ শিক্ষিকা আফরোজা আক্তারকে সংবর্ধনা, মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, নব নিবার্চিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি মো. সাইদুল সরদার, তরুন আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম পাইক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, জবসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি মো.ইসহাক পাইক, প্রধান শিক্ষিকা অর্পনা রানী হালদার, স্বপ্নের গ্রাম সংগঠনের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, শিক্ষা সম্পাদক মওদুদ আহাম্মেদ বাবু, শিক্ষার্থী শাওনা সরদার প্রমুখ। পরে জাতীয় পর্যায় শ্রেষ্ঠ শিক্ষিকা আফরোজা আক্তারকে সংবর্ধনা প্রদান করাসহ এলাকার ২১৫জন মেধাবী শিক্ষাথীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় চলতি মাসের ১৩ তারিখ ঢাকা বঙ্গবন্ধু আর্šÍজাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকার সন্মাননা পুরস্কার গ্রহন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT