মেহেন্দিগঞ্জের ওসি শাহীন খান ক্লোজ ॥ মিষ্টি বিতরণ মেহেন্দিগঞ্জের ওসি শাহীন খান ক্লোজ ॥ মিষ্টি বিতরণ - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জের ওসি শাহীন খান ক্লোজ ॥ মিষ্টি বিতরণ

3:33 pm , March 28, 2019

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ থানার ওসি শাহীন খানের বিরুদ্ধে কৃষকের কাছ থেকে চাঁদাবাজী, কম্পিউটার ব্যবসায়ীদের আটক করে উৎকোচ আদায়, বিভিন্ন দোকান থেকে মালামাল কিনে টাকা না দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগে বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়ায়, জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর বহুবিতর্কিত ওসি শাহীন খানকে ক্লোজ করা হয়েছে। গতকাল বিতর্কিত ওসি শাহীন খানকে ক্লোজ করার সংবাদ মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরে পৌছলে ব্যবসায়ীরা বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে এবং জনগণের মাঝে মিষ্টি বিতরণ করেণ। ব্যবসায়ী আনিছ মিয়া গণমাধ্যমকে জানান, মেহেন্দিগঞ্জের ইতিহাসে এরকম নষ্ট ওসি আমরা আর দেখি নাই। আল্লাহ্র কাছে হাজার শুকরিয়া যে, আল্লাহ্ আমাদেরকে এই গজবের হাত থেকে রক্ষা করেছেন। এবিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের সাথে আলাপকালে তিনি বলেন, নানা অনিয়মের অভিযোগে ওসি শাহীন খানকে ক্লোজ করা হয়েছে। কোন পুলিশ সদস্য কুকর্ম করলে তার ব্যক্তিগত দায় পুলিশ বাহীনি নিবে না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT