3:05 pm , March 27, 2019

প্রতিবেদক ॥ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন কর্মসূচির আয়োজন করে। মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে নগরীর পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সুচনা হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানা ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর প্রথম প্রহরে নগরীর জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন, বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
এছাড়া শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাহান আরা বেগম, সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চান, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার প্রমুখ। এছাড়াও জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সহ সকল পর্যায়ের সংগঠনের নেতা-কর্মী ও কর্মকর্তারা-কর্মচারীরা শহীদ ব্যাদিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান। পাশাপাশি শহীদদের প্রতি বিশেষ দোয়া মোনাজাত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ। এছাড়া সকাল সাড়ে ৬টায় নগরীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক থেকে শহীদ মুক্তিযোদ্ধা কাজী আজিজুল ইসলাম সড়কে বধ্যভূমি অভিমুখে পদযাত্রা, সকাল সাড়ে ৭টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় বঙ্গবন্ধু উদ্যানে সারা দেশের সাথে এক যোগে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
সকাল ১১টায় বরিশাল শিশু একাডেমীতে শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা, সাড়ে ১১টায় বরিশাল অভিরুচি সিনেমা হলে অনুর্ধ্ব ১২ বছরের শিশুদের জন্য প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও বেলা ১২টায় নগরীর মহিলা ক্লাব মিলনায়তনে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
তাছাড়া প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিষয় ভিত্তিক রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে স্থানীয় মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত ও সহ ধর্মীও উপাসনালয়ে প্রার্থীনা, দুপুর ২টায় সরকারি হাসপাতাল, কারাগার, শিশু সদন সহ আশ্রয় কেন্দ্র গুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর বাইরে দিবসটি উপলক্ষ্যে শিশুদের জন্য প্লানেট পার্ক উন্মুক্ত ছিলো। বিকাল ৩টায় সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নারীদের অংশগ্রহনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল ৪টায় জেলা প্রশাসক বনাম সিটি কর্পোরেশন এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ এবং রাত ৭টায় বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হয়