ইয়াবা সহ হাসপাতালের রিসিপশনিষ্ট আটক ইয়াবা সহ হাসপাতালের রিসিপশনিষ্ট আটক - ajkerparibartan.com
ইয়াবা সহ হাসপাতালের রিসিপশনিষ্ট আটক

3:22 pm , March 25, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ডায়াবেটিস হাসপাতাল থেকে ইয়াবা সহ রিসিপশনিষ্টকে (অভ্যর্থনাকারী) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫ পিস ইয়াবা। গতকাল সোমবার দুপুর ১টার দিকে এ অভিযান করেছে কোতয়ালীয় মডেল থানার পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলো-সাজ্জাদ হোসেন সুমন। তিনি নগরীর ২৬নং ওয়ার্ডস্থ কালিজিরা এলাকার বাসিন্দা বাবুল ওরফে কানা বাবুল এর ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম জানান, দীর্ঘ দিন ধরেই ডায়াবেটিস হাসপাতালে রিসিপশনিষ্ট এর চাকুরীর আড়ালে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে সুমন। এসআই শামীম বলেন, দীর্ঘ দিন ধরেই সুমনকে আটকের চেষ্টা করে তারা। এর প্রেক্ষিতে সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডায়াবেটিস হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এসময় রিসিপশন থেকে সুমনকে আটক ও তার শরীরে তল্লাশী করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT