গড়িয়ারপাড়ে দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপুরন দেবে বাস মালিক সমিতি গড়িয়ারপাড়ে দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপুরন দেবে বাস মালিক সমিতি - ajkerparibartan.com
গড়িয়ারপাড়ে দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপুরন দেবে বাস মালিক সমিতি

3:20 pm , March 25, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে সড়ক দুর্ঘটনায় বিএম কলেজের ছাত্রী সহ নিহত ৮ জনের পরিবারকে ক্ষতিপুরন দিবে বাস মালিক গ্রুপ। পাশাপাশি এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধিন থাকা ৩ জনের যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে তারা। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক সহ ১৩ দফা দাবীতে দেয়া ৭২ ঘন্টার আল্টিমেটাম এর বিষয়ে গতকাল সোমবার বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র উদ্যোগে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বাস মালিক, শ্রমিক, শিক্ষার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে ‘নিরাপদ সড়ক নিশ্চিতকরণ’ বিষয়ক আলোচনা সভায় এই সিদ্ধান্ত হয়েছে। একই সাথে সড়কে শৃঙ্খলা ও পরিবহন সেক্টরে নৈরাজ্য ঠেকাতে বরিশালের আঞ্চলিক ও মহাসড়কে ফিটনেস বিহিন বাস চলাচল, মাহেন্দ্র (অটো টেম্পু) অতিরিক্ত যাত্রী পরিবহন, যানবাহনের ফিটনেস, চালক লাইসেন্স, সড়কে ফুট ওভার ব্রিজ, যত্রতত্র স্টপিস, ফুট ওভার ব্রীজ ও সড়কে গতী রোধক নির্মান সহ নানামুখি সিদ্ধান্ত হয়েছে এই সভায়। সন্ধ্যায় নগরীর সার্কিট হাউস এর সভা কক্ষে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজি) মো. মোশারফ হোসেন, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, ডিজিএফআই’র কর্ণেল-জিএস জিএম শরীফুল ইসলাম, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম, বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোয়াজ্জেম হোসেন ভূইঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কামরুল আমিন উপস্থিত ছিলেন। এছাড়াও নগরীর নথুল্লাবাবদস্থ বরিশাল জেলা বাস মালিক গ্রুপ, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়ন, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘বরিশাল-বানারীপাড়া আঞ্চলিক সড়কে বাস ও থ্রি-হুলার সংঘর্ষে ৮ জন নিহত এবং ৩ জন আহতদের ক্ষতিপুরন সহ ১৩ দফা দাবী তুলে ধরেন বিএম কলেজ শিক্ষার্থী এম সালাউদ্দিন আহমেদ। পরবর্তীতে তাদের দাবী বাস্তবায়নের বিষয়ে সিটি মেয়র, বাস মালিক সমিতি, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও বিআরটিএ কর্তৃপক্ষ অঙ্গিকারবদ্ধ হন। বিশেষ করে দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের প্রয়োজনে বাস মালিক সমিতিতে চাকুরী দেয়া, মালিক সমিতির পক্ষ থেকে আলোচনা সাপেক্ষে নিহতদের পরিবারকে ক্ষতিপুরন ও আহতদের চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়ে অঙ্গিকারবদ্ধ হয়েছেন বাস মালিক সমিতি। এছাড়া পরিচয়পত্র বহনকারী শিক্ষার্থীদের রাত-দিন যে কোন সময় বাস ও লঞ্চে অর্ধেক ভাড়া নিশ্চিত করা, বাস চালকদের প্রশিক্ষন, কাউন্সিলিং, ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞ চালক ছাড়া বাস এবং মাহিন্দ্রা পরিচালনা না করা, বিআরটিএ’র বিধি মোতাবেক মাহেন্দ্রতে সর্বোচ্চ ৫ জন যাত্রী পরিবহন ও মাহেন্দ্র’র পেছন ও সামনে চালকের ডান পাশের অংশ আটকে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল সহ ব্যবস্ততম সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুট ওভার ব্রীজ নির্মানের প্রতিশ্রুতি দিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সেই সাথে নথুল্লাবাদ থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল সহরের বাইরে গরিয়ার পাড়ে স্থানান্তর ও স্কুল-কলেজ সংলগ্ন সড়কে গতিরোধ ও জেব্রা ক্রোসিং দেয়ার সিদ্ধান্ত হয়। অপরদিকে যাত্রী সেবা নিশ্চিত করতে সড়কে ফিটনেস বিভিন বাস ও মাহেন্দ্রা সহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তিনি বলেছেন, ফিটনেস বিহিন পরিবহনের বিরুদ্ধে পর পর ৬ মাস মামলা দিবে ট্রাফিক বিভাগ। এর মধ্যে ফিটনেস ঠিক না হলেও বাস বা যে কোন পরিবহন বুল্ড্রেজার দিয়ে গুড়িয়ে দেয়া হবে। এতে বাস মালিক কিংবা শ্রমিক ইউনিয়ন কোন বাধা কিংবা ধর্মঘট ডাকবে না বলে আহ্বান জানান পুলিশ কমিশনার। শিক্ষার্থী সহ উপস্থিত সকলের সামনে পুলিশ কমিশনারের এ আহ্বানের সাথে একাত্বতা প্রকাশ করেন বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। তাছাড়া সম্প্রতি বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নিহত হওয়া বিএম কলেজ ছাত্রী সহ নিহত ৮ জনের নামে নথুল্লাবাদে একটি ফুট ওভার ব্রীজ নির্বানের দাবীও মেনে নেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। দীর্ঘ আলোচনা সভায় শিক্ষার্থীদের ১৩ দফা দাবী মেনে নেয়ায় শিক্ষার্থীদের দেয়া ৭২ ঘন্টার আল্টিমেটাম প্রত্যাহার করেন নেয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT