3:17 pm , March 25, 2019

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মাতা আমেনা বেগমের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাসব্যাপি কোরান খতম শেষে আমেনা বেগম ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের রুহের মাগফিরাত কামনায় তাঁদের সন্তান আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র উদ্যোগে সোমবার দুপুরে উপজেলার সেরাল গ্রামে মরহুমের নিজ বাড়ির শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এতিমখানা ও বৃদ্ধাশ্রম প্রাঙ্গনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা, জাতির পিতাসহ ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা, পরিবার স্বজন ও প্রধানমন্ত্রীর সু-সাস্থ্য কামনার পাশাপাশি দেশ ও জাতির অগ্রগতি কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন বরিশাল এবাদুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মো. নুরুর রহমান বেগ। মিলাদ শেষে এতিম ও অতিথীদের খাবার পরিবেশন করা হয়। দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা প্রশাসক ড. অজিয়র রহমান, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, ডিজিএফআই কর্নেল জিএস জিএম শরিফুল ইসলাম, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা চেয়ারম্যান মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেনসহ, জেলা, মহানগর, বিভিন্ন উপজেলা চেয়ারম্যানগণ, উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।