3:28 pm , March 24, 2019
রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুরে উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিলন মাহমুদ বাচ্চুর সমর্থক বড়ইয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম ভোট কেন্দ্রে গুলিবর্ষণকালে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া ভোট কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দো’নালা একটি বন্দুক, চায়না শর্টগান ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও জলমিয়া ফকির ও জাকির জনকে জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়া হয়। রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন জানান, নিজামিয়া কেন্দ্রে ভোট গণণার সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে ভীতি সৃষ্টিকালে বড়ইয়ার ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলামকে আটক করা হয় এবং দো’নালা একটি বন্দুক ও চায়না শর্টগান ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে নির্বাচনে উপজেলার হাইলাকাঠি গ্রামে সহিংসতায় সুমন হাওলাদার, সাবিবর হাওলাদার ও সরোয়ার খান আহত হয়েছে। এছাড়া উপজেলার কয়েকটি কেন্দ্রে উত্তেজনার ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।