আজ বিভাগের ১২ উপজেলায় ভোট আজ বিভাগের ১২ উপজেলায় ভোট - ajkerparibartan.com
আজ বিভাগের ১২ উপজেলায় ভোট

2:55 pm , March 23, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ আজ রোববার বরিশাল সহ ৩টি জেলার ১২টি উপজেলা পরিষদের নির্বাচন। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন হবে। আর তাই গতকাল শনিবার রাতের মধ্যেই সম্পন্ন করা হয়েছে ভোট গ্রহনের সকল প্রস্তুতি। প্রতিটি উপজেলায় পৌছে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য ও নির্বাচনী সরঞ্জাম। উপজেলার প্রতিটি কেন্দ্র বিকাল থেকেই নিজেদের আয়ত্বে নিয়ে নিয়েছে র‌্যাব, পুলিশ, আনসার, এপিবিএন ও বিজিবি সদস্যরা। নির্বাচন আচরনবিধি বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট তাদের কার্যক্রম জোরদার করেছেন। নির্বাচনী এলাকায় সকল ধরনের যানবাহন চলাচলে নিশেধাজ্ঞা দেয়া হয়েছে। যার মধ্যে বরিশাল জেলার ৭ উপজেলায় ২১ প্লাটুন বিজিবি, ১১২ জন র‌্যাব সদস্য, ২ হাজার ৯৩ জন জেলা পুলিশ সদস্য, বরিশাল মেট্রোপলিটন পুলিশের একহাজার ৮৪৯ জন, ৪০ জন এপিবিএন ও এক হাজার ৪০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে, ৭ সেক্সন কোস্টগার্ড। ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে আরো ২৭ জন।
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, বরিশাল বিভাগের ৪২টি উপজেলার মধ্যে তৃতীয় ধাপে তিন জেলার ১৪টি উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন ২৪ মার্চ। যার মধ্যে বরিশাল জেলায় ৯টি, ঝালকাঠি জেলার ৪টি ও ভোলা জেলার ১টি উপজেলা রয়েছে। এদিকে নির্বাচন ১৪টি উপজেলায় হলেও ব্যালটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা হবে ১২টি উপজেলায়। কেননা বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের তিনটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগ মনোনিত ও সমর্থীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। অপরদিকে ১২টি উপজেলার মধ্যে বরিশাল ও ঝালকাঠি মিলিয়ে ৫টি উপজেলার তিনটি পদেই নির্বাচন হচ্ছে। যার মধ্যে বরিশালে ২টি ও ঝালকাঠি’র ৩টি উপজেলা। বাকি ১০টি উপজেলার কোনটিতে চেয়ারম্যান আবার কোনটিতে শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহন করা হবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, বরিশাল জেলার ৯টি উপজেলার ৭টিদে নির্বাচন হচ্ছে। তবে বরিশাল সদর সহ ৬টি উপজেলায় আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪ জন। এর মধ্যে বরিশাল সদরে আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, গৌরনদীতে সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া আব্দুল রইচ সেরনিয়াবাত, বানারীপাড়ায় মো. গোলাম ফারুক, মুলাদীতে তারিকুল ইসলাম খান মিঠু ও বাকেরগঞ্জে মোহাম্মদ শামসুল আলম চুন্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাছাড়া আগৈলঝাড়ায় মো. রফিকুল ইসলাম তালুকদার ও মলিনা রানী রায়, গৌরনদীতে মো. ফরহাদ হোসেন ও জিনিয়া আফরোজ হেলেন, বাবুগঞ্জ উপজেলায় ফারজানা বিনতে ওহাব ও বানারীপাড়ার সৈয়দা তাসমিমা হোসেন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে ঝালকাঠি জেলার ৪টি উপজেলাতেই ভোট হবে। শুধুমাত্র নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। এ উপজেলায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি তিনটি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদেই ভোট গ্রহন হবে।
অপরদিকে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় শুধুমাত্র পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। এ দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। যার মধ্যে পুরুষ ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। যদিও এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মুল প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন দু’জন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। র‌্যাব, পুলিশ, আনসার ও বিজিবি নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করছেন। তাছাড়া র‌্যাব ও বিজিবি’র পৃথক স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে। নির্বাচন কর্মকর্তাদের প্রতিটি কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। নির্বাচনে কোন প্রকার অনিয়ম কিংবা বিশৃঙ্খলাকারীদের তাৎক্ষনিক ও সংক্ষিপ্ত বিচারের জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে কাজ করছেন। যারা নির্বাচন পরবর্তী ২৫ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তাই কোন প্রকার আশঙ্কার মধ্যে না থেকে কেন্দ্রে এসে ভোট দিয়ে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT