পিএসসিতে সবোর্চ্চ নম্বর প্রাপ্ত তাসফিয়াহ পুরস্কৃত পিএসসিতে সবোর্চ্চ নম্বর প্রাপ্ত তাসফিয়াহ পুরস্কৃত - ajkerparibartan.com
পিএসসিতে সবোর্চ্চ নম্বর প্রাপ্ত তাসফিয়াহ পুরস্কৃত

3:48 pm , March 22, 2019

বানারীপাড়া প্রতিবেদক ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮, পিএসসিতে সবোর্চ্চ নম্বর প্রাপ্ত তাসফিয়াহকে ক্রেষ্ট ও সনদ প্রদান করে পুরুস্কৃত করা হয়েছে। সে উজিরপুর উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৮ সালে প্রাথমিক সমাপণী পরীক্ষায় অংশ গ্রহন করে এ সাফল্য অর্জন করে। ১৭ মার্চ ২০১৯ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্ম ও জাতীয় শিশু কিশোর দিবসে উজিরপুর উপজেলা প্রাসশন’র আয়োজনে এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম তাসফিয়াহ’র হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন। তাসফিয়াহার পিতা এ রাজ্জাক সরদার প্রশিকা এনজিওর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও মাতা আমাতুল্লাহ উজিরপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষাকা। তারা তাদের সন্তানের জন্য দেশবাসির কাছে দোয়া কামনা করেছেন। যেন তাসফিয়াহ বড় হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT