দক্ষিণাঞ্চলে উপজেলা পরিষদ ভোট কাল প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে আগ্রহ আর উদ্বেগ নেই দক্ষিণাঞ্চলে উপজেলা পরিষদ ভোট কাল প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে আগ্রহ আর উদ্বেগ নেই - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে উপজেলা পরিষদ ভোট কাল প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে আগ্রহ আর উদ্বেগ নেই

3:47 pm , March 22, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ রবিবার দক্ষিণাঞ্চলের ৪২টি উপজেলা পরিষদের মধ্যে প্রথম পর্যায়ে ১৪টির ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হলেও প্রতিদ্বন্দ্বিতাহীন এবারের নির্বাচনে আমজনতার কোন আগ্রহ লক্ষ্যনীয় নয়। ৩১ মার্চ আরো ২৫টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ হচ্ছে। এর বাইরেও আরো ৩টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশন যথারীতি ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করার কথাও জানিয়েছে। বিপুল সংখ্যক আইন-শৃংখলা বাহিনী নিরুত্তাপ এ নির্বাচনে ভোট গ্রহনের রণ প্রস্তুতিও সম্পন্ন করেছে। তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোন বিরোধী দল না থাকা সহ বেশীরভাগ এলাকাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হওয়ায় বিগত জাতীয়নির্বাচনের মত কোন উদ্বেগ বা উৎকন্ঠা নেই সাধারন মানুষের মধ্যে। পাশাপাশি নেই কোন আগ্রহও। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার জোয়ারে এবারের উপজেলা নির্বাচন যেমনি জৌলুশ হারিয়েছে, তেমনি জনমনে এ নির্বাচন নিয়ে কোন আগ্রহও লক্ষ্যনীয় নয়। ইতোমধ্যে ভোলার সদর, চরফ্যাশন ও মনপুরা এবং বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কোন ভোট গ্রহণ হচ্ছেনা। এছাড়াও বরিশাল সদর, বাকেরগঞ্জ, বানরীপাড়া ও মুলাদী, ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন, পিরোজপুরের ভান্ডারিয়া এবং ঝালকাঠীর নলছিটি উপজেলার চেয়ারম্যন পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহাজোটের একক প্রার্থীগন বিজয়ী হয়েছেন।
এছাড়াও বরিশালের বাবুগঞ্জ ও বানারিপাড়া, ভোলার দৌলতখান, পটুয়াখালী সদর, পিরোজপুরের ভান্ডারিয়াতে মহিলা ভাইস চেয়ারম্যান পদেও মহাজোটের প্রার্থীরা বিনা ভোটেই বিজয়ের হাসি হেসেছেন। পিরোজপুরের নাজিরপুরেও ভাইস চেয়ারম্যান পদে মহাজোটের একমাত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
ফলে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণাঞ্চলের ৪২টি উপজেলার মধ্যে আগামী ২৪ ও ৩১ মার্চ যে ৩৯টিতে নির্বাচন হতে যাচ্ছে তা এখন অনেকটা আনুষ্ঠানিকতাই আটকে আছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। এ অঞ্চলের ১টি সিটি করপোরেশন ও ২৫টি পৌর এলাকা বাদে এবারের উপজেলা পরিষদে ভোট গ্রহনের কথা। নির্বাচন কমিশনের হিসেব মতে, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণাঞ্চলের ৬টি জেলার ৪২টি উপজেলায় ভোটর সংখ্যা ৫৯ লাখ ৮৮ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ২৯ লাখ ৭১ হাজার ৭৬৫। তবে ১০টি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানগন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ঐসব এলাকার মহিলা ভোটারদের মধ্যেও তেমন কোন আগ্রহ এবার আর লক্ষ্যনীয় নয়। উপরন্তু ৫টি উপজেলা পরিষদের কোন ভোটের প্রয়োজনই হচ্ছেনা বিরোধী দলহীন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার বিষয়টি নিশ্চিত করনের ফলে।
দেশব্যাপী তৃতীয় পর্যায়ে উপজেলা নির্বাচনের অংশ হিসেবে রবিবার বরিশাল বিভাগের ১৪টি উপজেলা পরিষদের ভোট গ্রহনের কথা। এগুলো হচ্ছে, বরিশাল সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বারীপাড়া, উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদী ও হিজলা, ভোলার বোরহানউদ্দিন, ঝালকাঠীর সদর, নলছিটি, রাজাপুর এবং কাঠালিয়া উপজেলা। তবে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় কোন ভোট হচ্ছে না প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়। এছাড়া বরিশাল সদর, বাকেরগঞ্জ, বানরীপাড়া ও মুলাদী সহ দক্ষিণাঞ্চলের আরো একাধিক উপজেলা পরিষদে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে কোন ভোট হচ্ছে না। উপজেলা পারিষদের ভোট গ্রহণের ৪র্থ পর্যায়ে ৩১ মার্চ ভোলার সদর, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা, পটুয়াখালীর সদর, মির্জাগঞ্জ, দুমকী, বাউফল, দশমিনা, গলাচিপা ও কলাপাড়া, বরগুনার সদর, আমতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা এবং পিরোজপুরের সদর, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া, ইন্দুরকানী ও মঠবাড়ীয়া উপজেলা পরিষদের নির্বাচন হবার কথা রয়েছে। কিন্তু এসব উপজেলার মধ্যেও ভোলার ৩টি উপজেলায় কোন ভোটের প্রয়োজন হচ্ছেনা প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়। এছাড়াও দৌলতখানে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে পটুয়াখালী ও বরগুনার পরস্থিতি এক্ষেত্রে কিছুটা সন্তোষজনক। বরগুনার ৫টি উপজেলার সবগুলোতেই ভোট গ্রহণ হবার কথা রয়েছে। পটুয়াখালীর শুধুমাত্র সদরে মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পিরোজপুরের ভান্ডারিয়াতে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে নিরুত্তাপ ভোট গ্রহন হতে পারে। নাজিরপুরেও ভাইস চেয়ারম্যান পদে কোন ভোট গ্রহণ হচ্ছে না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT