মুসলিম লীগ-ন্যাপের মতো বিএনপি বিলীন হয়ে যাবে Ñতোফায়েল আহমেদ মুসলিম লীগ-ন্যাপের মতো বিএনপি বিলীন হয়ে যাবে Ñতোফায়েল আহমেদ - ajkerparibartan.com
মুসলিম লীগ-ন্যাপের মতো বিএনপি বিলীন হয়ে যাবে Ñতোফায়েল আহমেদ

3:34 pm , March 21, 2019

ভোলা অফিস ॥ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বিএনপির রাজনীতি ভুলে ভরা। ২০০১ সালের নির্বাচনের পর মানুষের উপর নির্যাতন, মা-বোনের ইজ্জ লুট, সুস্থ সবল মানুষের চোখ তুলে নেওয়া এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। আইভি রহমান সহ ২৪ জন মৃত্যু বরণ করেছে। সেই মামলায় অনেক আসামীর ফাঁসি ও যাবজ্জীবন সাজা হয়েছে। তার মধ্যে তাকের রহমান একজন। সেই খুনের আসামীকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়েছে। গত সংসদ নির্বাচনে মনোনয়ন প্রসঙ্গ উল্লেখ করে বলেন, যে টাকা দিয়েছে তাকা মনোনয়ন দেওয়া হয়েছে। পরীক্ষিত বিএনপি নেতাকে মনোনয়ন দেয় নি যার ফল হলো বিএনপি মাত্র ৬টি আসনে বিজয়ী হয়েছে। এভাবে বিএনপি একদিন বিলীন হয়ে যাবে। যে দল টাকার বিনিময়ে মনোনয়ন দেয়, মানুষ খুন করে, দলের নেত্রী দুর্নীতির আসামী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুনের আসামী হিসেবে যাবজ্জীবন দ-প্রাপ্ত সে দলকে মানুষ ভোট দিবে কেন? দেখবেন আগামী ৫ বছরে এই বিএনপি বাংলাদেশের রাজনীতিতে মুসলিম লীগ, ভাসানী ন্যাপ দলের মতো বিলীন হয়ে যাবে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে শিবপুর ও আলীনগর ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভার আয়োজন করেন সদর উপজেলা আওয়ামী লীগ। তোফায়েল আহমেদ বিএনপির বিভিন্নœ কর্মকা- তুলে ধরে আরো বলেন, ২০০৬ সালে অবাধ নির্বাচনে বিএনপি কারচুপির পরিকল্পনা নিয়েছিল যার জন্য ওয়ান ইলেভেন হয়েছে। ২০০১ এর পরে খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ কোনদিন ৩০টা আসন জিতবে না। অথচ খালেদা জিয়ার দল ২৮টি আসনে বিজয়ী হয়েছে। আজকে তারা ষড়যন্ত্র করছে দেশে বিদেশে। কিন্তু ষড়যন্ত্র করে কোন লাভ নাই। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শ্রেষ্ঠ নেতা। তিনি বাংলাদেশের গ্রামকে শহর করেছেন। পদ্মাসেতু করছেন। সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, শিবপুর ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন, আলী নগর ইউপি চেয়ারম্যান বশির আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি দোস্ত মাহমুদ, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুছ সহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT