3:33 pm , March 21, 2019
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় সম্প্রতি ইরি-বোরো জমিতে ইদুঁর নিধনের কৌশল হিসেবে কৃষকরা অবৈধ ভাবে জমিতে বিদ্যুতের লাইন দিয়ে ফাঁদ পাতার কারনে অহরহ ঘটঠে দূর্ঘটনা। সম্প্রতি উপজেলার চেগুটিয়া গ্রামের কেতাব আলী ঘরামীর ছেলে কৃষক আব্বাস ঘরামী জমিতে ইদুঁর মারার ফাঁদে পরে মৃত্যুবরণ করে। এর আগেও একাধিকবার ইদুঁর মারার ফাঁদে পরে মৃত্যুবরণের ঘটনা ঘটেছে। এ ধরণের দূর্ঘটনা এড়াতে বিভিন্ উদ্যোগ নিয়েছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি। গতকাল বৃহস্পতিবার বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির আগৈলঝাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ হযরত আলী সাংবাদিকদের জানান, কোন কোন কৃষক ধানের বীজ তলায় অথবা ধান ক্ষেতের বেড়ায় বৈদ্যুতিক তার জড়িয়ে ইদুঁর মারার ফাঁদ তৈরী করছেন। যা অত্যান্ত ঝুঁকিপূর্ণ। যে কারনে জনসাধারণের জান-মালের ক্ষতিসাধন ও জীবন হানির মত ঘটনা ঘটতে পারে। বিদ্যুৎ আইন অনুযায়ী এটি একটি দন্ডনীয় অপরাধ। অবৈধ উপায়ে বিদ্যুৎ সংযোগের জন্য অভিযান পরিচালনার মাধ্যমে সংযোগ বিছিন্ন করা হচ্ছে এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে মাইকিং করে কৃষকগণকে সর্তক করা হচ্ছে।