মসজিদে হামলার প্রতিবাদে মানববন্ধন মসজিদে হামলার প্রতিবাদে মানববন্ধন - ajkerparibartan.com
মসজিদে হামলার প্রতিবাদে মানববন্ধন

3:31 pm , March 21, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চের দুটি মসজিদে হামলার প্রতিবাদে নগরীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর কমিটি আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান। বক্তব্য রাখেন মাওলানা আলহাজ্ব মির্জা নুরুর রহমান বেগ, ইমাম সমিতি বরিশাল মহানগরের সহ-সভাপতি মনিরুজ্জামান নুরানী, মাওলানা সামসুল আলম, মাওলানা জামাল উদ্দিন ফারুকী, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা হাসনাইন মাহমুদ সিদ্দিকী, মাওলানা আব্দুস ছালাম ফালাহি প্রমুখ। ন্যাক্কারজনক এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ জাতীয় সংসদে নিন্দার প্রস্তাব আনার দাবী জানিয়ে বক্তারা বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চের দুটি মসজিদে হামলার ঘটনায় তিন বাংলাদেশী সহ ৪৯ জন মুসল্লি নিহত হয়েছেন। আল নুর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ফেসবুকে লাইভও করেন অস্ট্রেলিয়া থেকে আসা ২৮ বছর বয়সী এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। তারা বলেন, মসজিদে এমন হামলা ন্যাক্কারজনক। বাংলাদেশের সরকার ও প্রশাসনকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো উচিত ছিলো। তারা সরকারকে জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাঠানোর অনুরোধ জানান। আর তা না হলে নতুন করে আর একটি জাতিসংঘ তৈরী করে এই ন্যক্কার জনক ঘটনার বিচার দাবি করেন। পরে নিউজিল্যান্ডের মুসলিম সহ সারা বিশ্বের সকল মানুষের শান্তি কামনায় দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে মানববন্ধন শেষ হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মির্জা নুরুর রহমান বেগ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT