নগরীতে নলকূপ স্থাপনের ফি ৫০ শতাংশ কমিয়ে দিলেন মেয়র নগরীতে নলকূপ স্থাপনের ফি ৫০ শতাংশ কমিয়ে দিলেন মেয়র - ajkerparibartan.com
নগরীতে নলকূপ স্থাপনের ফি ৫০ শতাংশ কমিয়ে দিলেন মেয়র

3:27 pm , March 20, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে নলকূপ স্থাপনের চার্জ ৫০ শতাংশ কমিয়ে দিয়েছেন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। একই সময় পরিচ্ছন্নতাকর্মী যারা পুরো মাস জুড়ে কাজ করে তাদের বেতন সাড়ে সাত হাজার টাকা থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করা হয়েছে। মঙ্গলবার বিসিসি পরিষদ, সাংবাদিক ও সুধীজনের এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে জানানো হয় ২০১৭ সালের ৩১ মে তৎকালীন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নগরীতে দেড় ইঞ্চি গভীর নলকূপ স্থাপনের জন্য ফি নির্ধারণ করেছিলেন আবাসিক খাতে ২৫ হাজার টাকা এবং বানিজ্যিক ও প্রাতিষ্ঠানিক খাতে ৩০ হাজার টাকা। যেটা নগরীর সাধারণ নাগরিকদের জন্য অনেকটা দু:সাধ্য হয়ে যায়। মেয়র সাদিক আব্দুল্লাহ এই ফি আবাসিক, বানিজ্যিক ও প্রাতিষ্ঠানিক খাতে শতকরা ৫০ ভাগ কমিয়ে ১৫ হাজার টাকা করেছেন। একই ভাবে দুই ইঞ্চি ডায়ার গভীর নলকূপ ফি আবাসিক খাতে ৩০ হাজার টাকা, বানিজ্যিক ও প্রাতিষ্ঠানিক খাতে ৪০ হাজার টাকা ধার্য্য করা হয়। সেটিকেও অর্ধেক কমিয়ে ফেলা হয়েছে। ছয় ইঞ্চি ডায়ার গভীর নলকূপ ফি আবাসিক খাতে দেড় লাখ টাকা, বানিজ্যিক ও প্রাতিষ্ঠানিক খাতে আড়াই লাখ টাকা ছিল। সেটিকে অর্ধেক কমিয়ে এখন ৭৫ হাজার টাকা ও সোয়া লক্ষ টাকা করা হয়েছে। বর্ধিত এলাকার জন্য এই সুবিধা আরো সম্প্রসারিত থাকবে বলে সভা থেকে জানা গেছে। সভা থেকে আরো জানা যায়, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে যেসকল পরিচ্ছন্নকর্মী নিরলসভাবে পুরো মাসজুড়ে কাজ করে যায় তাদের বেতন এখন থেকে ৯ হাজার টাকা দেয়া হবে। সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসান, সচিব ইসরাফিল হোসেন সহ কাউন্সিলর, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT