কলাপাড়ায় বস্তায় সবজি চাষ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় বস্তায় সবজি চাষ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত - ajkerparibartan.com
কলাপাড়ায় বস্তায় সবজি চাষ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

3:27 pm , March 20, 2019

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর উপকূলীয় পোল্ডার এলাকার কৃষি আবহাওয়া সেবা প্রদানের মাধ্যমে টেকসই পদ্ধতিতে বস্তায় সবজি চাষ প্রকল্প অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রাকটিক্যাল এ্যাকশন এবং সুশীলনের উদ্যোগে এবং ইনোভিশান ফান্ড, ব্লু-গোল্ড প্রোগ্রাম এর অর্থায়নে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মন্নান, কৃষি-আবহাওয়া বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আবহাওয়া অফিস কলাপাড়া ইনচাজ মো. বশির আহমেদ হাওলাদার, এগ্রিকালচারাল এক্সপার্ট এন্ড পোল্ডার কো-অর্ডিনেটর, ব্লুগোল্ড প্রোগ্রাম মো. শমীম আহমেদ ইউসুফ, প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার-রেজিলিয়েন্স আনোয়ারুল আলম, উপকূলীয় এলাকার ব্লু-গোল্ড প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করেন অর্গানাইজেশনাল এক্সপার্ট এন্ড জোনাল কো-অর্ডিনেটর, ব্লু-গোল্ড এস,এম সোহরাব হোসেন, স্বাগত বক্তব্য রাখেন হেড অব প্রোগ্রাম ইমপ্লেমেন্টেশন প্রাকটিক্যাল এ্যাকশন, বাংলাদেশ এর ইশরাত হোসেন আদিব, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি পরিচালক- সুশীলন শিরিনা আক্তার। কর্মশালাটি পরিচালনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT