ঝাউতলা দ্বিতীয় গলির নামকরন “নাট্যজন নিখিল সেন সড়ক” ঝাউতলা দ্বিতীয় গলির নামকরন “নাট্যজন নিখিল সেন সড়ক” - ajkerparibartan.com
ঝাউতলা দ্বিতীয় গলির নামকরন “নাট্যজন নিখিল সেন সড়ক”

3:41 pm , March 19, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ২১শে পদকপ্রাপ্ত নাট্যজন নিখিল সেন’র নামে সড়ক হচ্ছে। নগরীর ঝাউতলা দ্বিতীয় গলি সড়কের নামকরন “নাট্যজন নিখিল সেন সড়ক” করা হচ্ছে। এছাড়াও ওই সড়কের প্রবেশ পথে প্রয়াত এ ভাষা সৈনিকের স্মৃতিফলক নির্মান করা হবে। সেখানে তার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত থাকবে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর কালিবাড়ী রোডে সেরনিয়াবাত ভবনে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, কাউন্সিলর ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল বাশার, সচিব ইসতিয়াক হোসেন, কাউন্সিলর মোশারেফ আলী খান বাদশা, এ্যাড. রফিকুল ইসলাম খোকন, তৌহিদুল ইসলাম বাদশা, শহীদুল্লাহ কবির, সাইয়েদ আহম্মেদ মান্না, জাকির মোল্লা, তৌহিদুর রহমান ছাবিদ, সিনিয়র সাংবাদিক এ্যাড মানবেন্দ্র বটব্যাল, এসএম ইকবাল, মুরাদ আহম্মেদ, পুলক চ্যাটার্জি, আকতার ফারুক শাহীন, কাজী মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নগরীতে গভীর ও অগভীর নলকুপ স্থাপনে অনুমতি ফি নিয়ে অপ-প্রচারনা বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার জন্য আহবান জানিয়ে মেয়র বলেন, অতীতে গভীর ও অগভীর নলকুপ স্থাপনের জন্য যে টাকা ধার্য ছিল, বর্তমানে সেই হারে আদায় করা হচ্ছে। কিন্তু অতীতে বিসিসির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন বাসা বাড়ীতে গিয়ে নলকুপ স্থাপনের টাকা এনে আত্মসাত করতেন। এই চক্রটি এখন সিটি কর্পোরেশনের বিরুদ্ধে নলকুপ স্থাপন ফি নিয়ে অপপ্রচার করছে। সিটি মেয়র আশ্বস্থ করেছেন জনগন যে টাকা ট্যাক্স দেবে, সেই টাকা দিয়ে নগরীর উন্নয়ন হবে। সুতরাং অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার তিনি নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন। একই সাথে নলকুপ স্থাপন ফি ও মাসিক বিলের বিষয়টি তুলে ধরেন সভায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT