জামায়াত নেতার সাথে সাবেক সাংসদ অধ্যক্ষ শাহ আলম’র বৈঠক নিয়ে তোলপাড়! জামায়াত নেতার সাথে সাবেক সাংসদ অধ্যক্ষ শাহ আলম’র বৈঠক নিয়ে তোলপাড়! - ajkerparibartan.com
জামায়াত নেতার সাথে সাবেক সাংসদ অধ্যক্ষ শাহ আলম’র বৈঠক নিয়ে তোলপাড়!

3:38 pm , March 19, 2019

বানারীপাড়া প্রতিবেদক ॥ আসন্ন ৩১ মার্চ চতুর্থ ধাপে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহ আলম’র পুত্র মেহেদী হাসান সাগর বই প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করছেন। সোমবার বেলা ১১টায় উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ইসলামপুর সিনিয়র মাদ্রাসার কক্ষে পুত্রের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা করেন নৌকা প্রতীকে বিজয়ী হওয়া নবম জাতীয় সংসদ নির্বাচনের পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহ আলম। উপজেলার ১২টি মাদ্রাসার পাঠদান বন্ধ রেখে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান সাগরের পক্ষে মতবিনিময় ও আলোচনা সভায় বিন্না দাখিল মাদরাসার সুপার জামায়াত নেতা মোঃ মহিউদ্দীন ও তার অনুসারীরাসহ মোট ১২টি মাদ্রাসার সুপার, সহ-সুপার, সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভায় যোগদানের কারনে পাঠদান বঞ্চিত হয়েছে হাজারো শিক্ষার্থী। পূর্ব নির্ধারিত কোন সরকারি ছুটি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত না হওয়া বড়ইবাড়ী মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ বলেন, গতকাল গনমান মাদ্রাসার সুপার আমাকে এই মত বিনিময় সভায় দাওয়াত করেন তবে আমার মাদ্রাসার সভাপতির অনুমতি নিতে গেলে তিনি আমাকে যেতে বারন করায় আমি উপস্থিত হইনি। কিসের মতবিনিময় ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহ আলমের ছেলে ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান সাগরের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা। বলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম জানান, বিন্না মাদ্রাসা সুপার মহিউদ্দিন জামায়াতের বড় নেতা। সে বিগত দিনে জামায়াতের হয়ে নাশকতার জন্য বেশ কয়েকবার ধরাও পড়েছেন। নেছারাবাদ উপজেলা নির্বাচন কমিশনার মোঃ ইউসুফ আলী জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে কোন ধরনের নির্বাচনী প্রচার প্রচারণা করা যাবেনা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, মাদ্রাসা বন্ধ আছে সেটা আমি জানিনা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে নির্বাচনী মতবিনিময় সভার সুযোগ নেই। এদিকে ছেলেকে বিজয়ী করতে আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ অধ্যক্ষ শাহ আলম যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করায় এলাকায় তোলপাড় সৃষ্টি হওয়ার পাশাপাশি নিন্দার ঝড় বইছে। খোদ আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়টি এখন স্বরূপকাঠিতে টক অব দ্য উপজেলায় পরিণত হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT