মুলাদীতে ছবি তুলতে বাঁধা দেয়ায় বখাটেদের হামলায় আহত দুই স্কুল ছাত্রী মুলাদীতে ছবি তুলতে বাঁধা দেয়ায় বখাটেদের হামলায় আহত দুই স্কুল ছাত্রী - ajkerparibartan.com
মুলাদীতে ছবি তুলতে বাঁধা দেয়ায় বখাটেদের হামলায় আহত দুই স্কুল ছাত্রী

3:02 pm , March 18, 2019

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীর সদর ইউনিয়নের কুতুবপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ছবি তুলতে বাধা দেয়ায় দুই স্কুল ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। হাসপাতালে ভর্তি আহত সুত্রে জানাগেছে, গতকাল সোমবার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী ও শিশু দিবসের অনুষ্ঠানে বিদ্যালয়ে আসনে ৭ম শ্রেনীর ছাত্রী মৃত হারুন হাওলাদারের মেয়ে সানজিদা ও গিয়াস উদ্দিনের মেয়ে মিম। অনুষ্ঠানে স্থানীয় সরোয়ার চৌকিদারের বখাটে পুত্র রাজিব, সবি এবং আলমগীর চৌকিদারের বখাটে পুত্র অপু ও পাপ্পু সহ একদল বহিরাগত সেখানে তাদের মোবাইল ফোন দিয়ে সানজিদা ও মিমের ছবি তুলে তাদেরকে উত্তক্ত করতে শুরু করে। এতে সানজিতা ও মিমের চাচাত ভাই ফারুক হাওলাদারের ছেলে তুহিন তাদেরকে ছবি তুলতে নিষেধ করলে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে ও মারপিঠ শুরু করলে সানজিদা ও মিম সেখানে ছুটে গেলে তাদেরকে ও পিটিয়ে গুরুতর আহত করে বখাটেরা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসে। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে সানজিদা ও মিমের পরিবার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT