3:00 pm , March 18, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অপরাধে ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের দন্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার আসামীর উপস্থিতিতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এই দন্ডাদেশ দিয়েছেন। দন্ডিত ধর্ষক মনির মোল্লা (৩৮) উজিরপুর উপজেলার গাজীরপাড় গ্রামের নূর ইসলাম মোল্লার ছেলে। আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, প্রতিবন্ধি শিশু ও আসামী উভয়ে একই গ্রামের বাসিন্দা। ২০১১ সালের ২ অক্টোবরসকাল ৬টায় টাকার প্রলোভন দিয়ে বাড়ির পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার ডাক-চিৎকারে প্রতিবন্ধির মা ঘটনাস্থলে গেলে ধর্ষক পালিয়ে যায়। এই ঘটনায় একই দিন শিশুর মা বাদি হয়ে উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। একই বছরের ২১ নভেম্বর ধর্ষক মনির মোল্লাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর থানার এসআই আলমগীর হোসেন। মামলায় ১৩ জনের মধ্যে ১২ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে বিচারক ওই দন্ডাদেশ দিয়েছেন।