3:49 pm , March 17, 2019
পরিবর্তন ডেস্ক ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আব্বাস ঘরামি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার রাজিহার গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চাষিরা ইরি ধানক্ষেত দেখতে গিয়ে জমিতে আব্বাস ঘরামির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মৃত আব্বাস ঘরামি উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের কেতাব আলী ঘরামির ছেলে। স্থানীয় সূত্র জানায়, উপজেলা রাজিহার ও চেঙ্গুটিয়া গ্রামের সীমান্তবর্তী এলাকার কৃষক অমিও পাত্র তার জমি থেকে ইঁদুর তাড়ানোর জন্য কাউকে না জানিয়ে বিদ্যুতের লাইন দিয়ে ফাঁদ পাতেন। রোববার বিকেলে স্থানীয় চাষিরা তাদের ইরি ক্ষেত দেখতে গিয়ে অমিও পাত্রের জমিতে কৃষক আব্বাস ঘরামির মরদেহ দেখতে পান। কৃষকদের ধারণা আব্বাস ঘরামি সকালে জমিতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা যান। ধানক্ষেতের মধ্যে পড়ে থাকায় আব্বাসের মরদেহ দেখা যায়নি। আগৈলঝাড়া থানা পুলিশের ওসি মো. আফজাল হোসেন বলেন, আব্বাস ঘরামি নামে এক কৃষক ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কারও সম্পৃক্ততা থাকলে আইনের আওতায় আনা হবে।