3:49 pm , March 17, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের উদ্যোগে নানান কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মা ও শিশু উৎসব পালিত হয়। এতে বরিশাল বিভাগের বিভিন্ন থানা থেকে প্রায় শতাধিক মা ও শিশু উপস্থিত হন। অনুষ্ঠানে মায়েদের স¦াস্থ্য সচেতনতা সম্পর্কে আলোচনা রাখেন বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডাঃ ফারজানা ফেরদৌস (মুুনমুন), এবং শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আলোচনা রাখেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আব্দুল হামিদ শেখ ও ডাঃ এম আর তালুকদার মুজিব। অনুষ্ঠান শেষে মায়েদের মাঝে গিফ্ট সামগ্রী ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা প্রর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শিশুকাল সর্ম্পকে আলোচনা সভা অনিষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় স¦াস্থ্য পরিচালক ডাঃ মোঃ মাহবুবুর রহমান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সৈয়দ মোঃ মাকসুমুল হক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ ভাস্কর সাহা। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেণ হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মোঃ আবুল খায়ের, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল রাজ্জাক ও মোঃ ইকবাল হোসেন, সহঃ প্রশাসনিক কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, মার্কেটিং বিভাগের ইনচার্জ মোঃ জাকির হোসেন, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাহিদ ও মোঃ আনিছুর রহমানসহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।