বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন “জাতীয় শিশু দিবস” পালন বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন “জাতীয় শিশু দিবস” পালন - ajkerparibartan.com
বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন “জাতীয় শিশু দিবস” পালন

3:48 pm , March 17, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ এই শ্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম দিন “জাতীয় শিশু দিবস” পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রোববার সকাল থেকে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আওয়ামী লীগ পৃথকভাবে নগরীতে নানা কর্মসূচি পালন করেছে। এছাড়াও নানা সংগঠন দিবসটি পালন করেছে। এর মধ্যে সকাল ৮টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। পরে পরে দলীয় কার্যালয়ের পাশে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। প্রথমে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস-এমপি, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পর জেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো. মইনুল ইসলাম সহ জেলা পরিষদের সদস্যরা। এর পরপরই জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল জেলা পরিষদ, জেলা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে বঙ্গবন্ধু জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপনে দু’দিন ব্যাপি বর্ণাঢ্য কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন। কর্মসূচির প্রথম দিন গতকাল রোববার সকাল ৮টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনকের মুর‌্যালে পুষ্পস্তবক অর্পন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা। পরে সকাল ৯টায় বঙ্গবন্ধু উদ্যানে সহ¯্রাধিক শিশুর অংশগ্রহনে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পরবর্তী বঙ্গবন্ধু উদ্যান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হয়। এর পর অশ্বিনী কুমার হলে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিটি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মোশারফ হোসেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কেএসএম মহিউদ্দিন মানিক-বীর প্রতীক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী প্রমুখ। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। পরে অংশগ্রহনকারিদের মাঝে পুরস্কার বিতরণ পরবর্তী অশ্বিনী কুমার হলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কাটা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল কলেজ কনফারেন্স রুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। তাছাড়া দিবসটি উপলক্ষ্যে শেবাচিম হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, সরকারি শিশু পরিবার সহ প্রতিটি হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র এবং এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT