দক্ষিণাঞ্চলের সকল রুটে বাস চলাচল বন্ধের হুমকি দক্ষিণাঞ্চলের সকল রুটে বাস চলাচল বন্ধের হুমকি - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলের সকল রুটে বাস চলাচল বন্ধের হুমকি

3:46 pm , March 17, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালী বাস টার্মিনালের কাউন্টার থেকে বরিশাল বাস মালিক সমিতির ক্লার্কদের বের করে দিয়েছে পটুয়াখালী জেলা বাস মালিক সমিতি। এমনকি ক্লার্কদের কাছ থেকে ২৫টি গাড়ি থেকে সমিতির ব্যয় বাবদ আদায়কৃত টাকাও রেখে দিচ্ছেন তারা। গত ২ মার্চ থেকে পটুয়াখালী মালিক সমিতির নেতৃবৃন্দর এমন স্বেচ্ছাচারিতা চলে আসলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। ফলে বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়ার হুশিয়ারী দিয়েছেন বরিশাল-পটুয়াখালী বাস-মিনবাস মালিক সমিতির নেতৃবৃন্দ। গতকাল রোববার সকাল ১০টায় রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন সমিতি কার্যালয়ে এক মালিক ও শ্রমিকদের সমন্বয়ে হওয়া জরুরী সভায় এই হুশিয়ারী দেয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কাওসার হোসেন শিপন বলেন, পটুয়াখালী বাস টার্মিনাল থেকে বরিশাল বাস মালিক সমিতির ২৫টি বাস চলাচল করছে। একইভাবে পটুয়াখালী সমিতির ১১টি গাড়ি চলাচল করছে বরিশাল থেকে। ২৫টি গাড়ি পরিচালনার জন্য বরিশাল সমিতিরপটুয়াখালী বাস টার্মিনালে বেশ কয়েকজন কাউন্টার ক্লাক নিয়োগ দেয়া হয়। দীর্ঘ দিন ধরে তারাই ওই ২৫টি বাস পরিচালনা এবং টিকিট বিক্রির দায়িত্ব পালন করেছে।
কিন্তু হঠাৎ করেই গত ২ মার্চ বরিশাল সমিতির নিয়োগকৃত ক্লার্কদের জোরপূর্বক কাউন্টার থেকে বের করে দিয়ে টাকা রেখে দেয় পটুয়াখালী বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। গত ২ মার্চ থেকে প্রতিদিন আড়াই থেকে ৩ হাজার টাকা করে বরিশাল সমিতির ব্যয়ের টাকা আত্মসাত করে পটুয়াখালী সমিতি। এ নিয়ে গত ১৫ মার্চ বরিশাল-পটুয়াখালী ও বরগুনা সড়ক পরিবহন মালিক সমন্বয় পরিষদের এক জরুরী সভার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও কোন সুফল আসেনি।
তিনি বলেন, ২০০৯ সালের ৩ মে পটুয়াখালী আরটিসির সভার সিদ্ধান্ত ভঙ্গ করে আসছে পটুয়াখালী বাস মালিক সমিতি। তারা লেবুখালী থেকে কুয়াকাটা পর্যন্ত ৬টি স্পটে পটুয়াখালী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নামে বরিশাল মিনিবাস মালিক সমিতির বাস থামিয়ে মাত্রাতিরিক্ত হারে চাঁদা আদায় করছে। যা স্বাভাবিক গাড়ি চলাচলে বাধার সৃষ্টি করছে। ফলে বিষয়টি নিয়ে রূপাতলী বাস মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিভাগীয় কমিশনার বরাবর একটি গত ১৬ মার্চ একটি লিখিত আবেদনও করেছে বরিশাল বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন। কিন্তু বিভাগীয় কমিশনার বিষয়টি সমাধানে কোন উদ্যোগ না নেয়ায় গতকাল ১৭ মার্চ রূপাতলী সমিতি কার্যালয়ে মালিক ও শ্রমিক সমন্বয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার মাধ্যমে পটুয়াখালী সমিতির স্বেচ্ছাচারিতা বন্ধে বিভাগীয় কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়। অন্যথায় যে কোন সময় বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলের গাড়ি চলাচল বন্ধ করে দেয়ার ইঙ্গিত দিয়েছেন সমিতির নেতৃবৃন্দ। আর এজন্য সমিতির উপর কোনরুপ দায় দায়িত্ব বর্তাবেনা বলেও উল্লেখ করেছেন তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT