3:54 pm , March 15, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে আনন্দঘন পরিবেশে কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের নবম বর্ষ পূর্তি এবং দশম বর্ষে পদার্পন উদযাপন করেছেন বিশিষ্টজনরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষ্যে নগরীর সদর রোডের বাংলাদেশ প্রতিদিন ব্যুরো অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের নবম বর্ষ পূর্তি এবং দশম বর্ষে পদার্পন উদযাপন করেন প্রধান অতিথি বিশিস্ট শিক্ষাবিদ পরিবেশ বিজ্ঞানী বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক এবং বিশেষ অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ প্রতিদিন গনমানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটিয়ে শীর্ষস্থান দখল করেছে। পত্রিকাটির বিভিন্ন ধরনের সংবাদ মানুষের হৃদয় জয় করেছে। আগামী দিনে পত্রিকাটি আরও পাঠক প্রিয় হবে প্রত্যাশা করেন তিনি। একই সাথে সকলকে সৎ সাংবাদিকতা উদ্বুদ্ধ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়ার রহমান বলেন, বাংলাদেশ প্রতিদিন তার বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমে পাঠক প্রিয়তা পেয়েছে। সংবাদের ভিন্নতার কারনে বাংলাদেশে প্রতিদিন স্থানীয় দৈনিকের স্থানও দখল করে নিয়েছে। সরকারের তথ্য অনুযায়ী বাংলাদেশ প্রতিদিন দেশের শীর্ষ দৈনিকের খেতাব পেয়েছে। আগামী দিনেও বাংলাদেশ প্রতিদিন তার শীর্ষ স্থান অক্ষুন্ন রেখে দেশ ও জনগনের কল্যানে কাজ করে যাবে বলে তিনি প্রত্যাশা করেন। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রধান মুরাদ আহমেদ। এর আগে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বাংলাদেশ প্রতিদিনের দশম বর্ষে পদার্পন উপলক্ষ্যে বরিশালের নিজস্ব প্রতিবেদক রাহাত খান সহ বাংলাদেশ প্রতিদিন পরিবারকে ফুলের শুভেচ্ছা জানান। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিনের জন্মদিনে একটি কেক উপহার দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএম রবিন শীষ ও রাসেল ইকবাল, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশিদ আবেদীন, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. হুমাউন কবির ও উপ-পরিচালক (গনসংযোগ) ফয়সল মাহমুদ রুমি, সহকারী রেজিস্ট্রার দিদার হোসেন খান, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জী, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার, বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ ও সহসভাপতি গিয়াস উদ্দিন সুমন, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি কাওছার হোসেন রানা, আঞ্চলিক দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন, ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজ, সমকালের সুমন চৌধুরী, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মাসুম খন্দকার, কুয়েত প্রবাসী ইমাম তালুকদার, ওষুধ প্রস্তুতকারী কোম্পানী ইনসেপটার বিভাগীয় কর্মকর্তা মো. নুরুল আলম, চক বাজারের বিশিস্ট ব্যবসায়ী মো. জাহিদুল আলম মাসুমসহ বাংলাদেশ প্রতিদিনের শুভাকাংখিরা উপস্থিত ছিলেন।