3:53 pm , March 15, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ “ নিরাপদ মানসম্মত পণ্য” শ্লো-গান নিয়ে বিভাগীয় শহর বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তন সভা কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এই অনুষ্ঠান হয়। জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের আয়োজনে ও কনজুমার্স এসোসিয়েশন (ক্যাব) এর সহযোগীতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস। জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন (বিপিএম,অতিরিক্ত আইজিপি), বরিশাল রেঞ্জ ডি.আই.জি বিপিএম(বার)পিপিএম।বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেন,বরিশাল (ক্যাব সহ-সভাপতি এ্যাড. হিরন কুমার দাস মিঠু।
অনুষ্ঠান সঞ্চলনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ মোঃ সোহেব মিয়া। আলোচনা সভা শেষে ভোক্তা অধিকার সম্পর্কে শিক্ষার্থী শিক্ষক,অভিভাবকদের ভূমীকা শীর্ষক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের জেলা ও উপজেলা দুই ক্যাটাগড়িতে ৬জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
এর পূর্বে সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি বেড় হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজ প্রাঙ্গনে গিয়ে শেষ করেন।