3:51 pm , March 15, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনা সদর উপজেলার উত্তর বড় লবণগোলা বাধঘাটা গ্রাম থেকে ডাকাত দলের অস্ত্রধারী দুই সদস্যকে গ্রেপতার করেছে র্যাব-৮। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো- বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের মৃত নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে মো. হুমায়ুন হাওলাদার (৩৬) ও একই উপজেলার বড় লবনগোলা গ্রামের রহমান গাজীর ছেলে হালিম গাজী (২৫)। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে র্যাব-৮ এর একটি বিশেষ অভিযানিক দল ধৃত ডাকাত হালিম গাজীর বাড়ির পার্শ্ববর্তী মেহগনি গাছের বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আজ শুক্রবার (১৫ মার্চ) র্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় তথ্যের সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরী একনালা ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড ১২ বোর বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা ডাকাতির সাথে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। তারা দীর্ঘ দিন যাবৎ বরগুনার বিভিন্ন অঞ্চলে ডাকাতী কার্যক্রম চালিয়ে আসছিলো।
দুই ডাকাত সদস্যে’র অন্যান্য সহযোগীদের গ্রেফতাদের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ এর অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও র্যাব-৮ থেকে জানানো হয়েছে।