3:49 pm , March 15, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীর অব্যাহত ভাঙনে এবার দেবে গেল প্রায় ২০০ ফুট সড়ক। এখানকার ভাঙন রোধ ও সড়ক রক্ষায় ২০ লাখ টাকা ও চর সাধুকাঠি মাদ্রাসা সড়ক রক্ষায় ১০ লাখ টাকা জরুরী বরাদ্ধ দেয়া হয়েছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরির্দশন করে এই বরাদ্ধ দেন। জরুরী ভিত্তিতে এই টাকা দিয়ে বালু ফেলা হবে বলে জানা গেছে। প্রতিমন্ত্রী বলেছেন, সৃষ্টিকর্তার মেহেরবানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এখন মানুষের দুঃখ-দুর্দশা রোধে নদী ভাঙন প্রতিরোধে আমি কার্যকর ব্যবস্থা নেব। প্রাথমিক অবস্থায় বালু ফেলে রক্ষা করা হবে। জানা গেছে, গত বুধবার রাতে আবুল কালাম কলেজ রোড প্রায় ২০০ ফুট এরিয়া নিয়ে দেবে যায়। বিষয়টি ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রীকে জানান। পরে প্রতিমন্ত্র ঘটনাস্থল পরির্দশন করে এই টাকা বরাদ্ধ দেন। এসময় বরিশাল ৩ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. শেখ টিপু সুলতান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার, উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপণ, ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মোজাম্মেল হক ফিরোজ, শাহারীয়া আহমেদ শিল্পি, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জুলফিকার হওলাদার, তত্বাবধায়ক প্রকৌশলী শফিউদ্দিন, নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, আবুল কালাম আজাদ কলেজের অধ্যক্ষ আফরোজা আক্তার, সভাপতি আমিনুল ইসলাম, দেহেরগতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু প্রমুখ।