মনপুরা উপজেলায় চেয়ারম্যানসহ তিন প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত মনপুরা উপজেলায় চেয়ারম্যানসহ তিন প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত - ajkerparibartan.com
মনপুরা উপজেলায় চেয়ারম্যানসহ তিন প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত

4:04 pm , March 14, 2019

মনপুরা প্রতিবেদক \ মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদা¦ন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলা রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুন উপজেলা চেয়ারম্যান হিসেবে শেলিনা আকতার চৌধুরী ,পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে আব্দুর রহমান রাশেদ মোল্লা এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পারভীন আকতার রেবুকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করেন। আগামী ৩১ শে মার্চ ৫ম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন এই উপজেলায় অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য় ছিল। ১৩ই মার্চ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উপজেলা পরিষদ নির্বাচনে ৪ঠা মার্চ চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী । স্বতন্ত্র প্রার্থী মনপুরা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন হাওলাদার,স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ’লীগ শ্রমবিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম ফরাজী। যাছাই-বাছাই সময় স্বতন্ত্র প্রার্থী ২ জনের মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করা হয়। যার ফলে বিনা প্রতিদ্বন্ধিতায় উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী নির্বাচিত হয়। উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করলেও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন উপজেলা আ’লীগের ত্রান সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ ছালাউদ্দিন হেলাল ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। যার ফলে বিনাপ্রতিদ্বন্ধিতায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রাশেদ মোল্লা নির্বাচিত হয়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আ’লীগ সভাপতি পারভীন আকতার রেবু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT