4:03 pm , March 14, 2019
আগৈলঝাড়া প্রতিবেদক \ আগৈলঝাড়ায় বাড়ি ও ভিটার জায়গা নিয়ে দু-পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে ১২জন। গুরুতর আহত দুইজনকে বরিশাল ও দুইজন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এঘটনায় আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন। আহত ও স্থাণীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের নুর ইসলাম ও জিয়াদুল ময়ান্দির মধ্যে বাড়ি ও ভিটার জায়গা নিয়ে দীর্ঘ ৫বছর ধরে মামলা চলে আসছে। গতকাল বৃহস্পতিবার ওই বিরোধীয় জায়গা নিয়ে দুই পরিবারের ঝগড়া শুরুর এক পর্যায় সংঘর্ষ বাধে। হামলা-সংঘর্ষে উভয় পক্ষের সেলিনা বেগম, নুর ইসলাম, ছলেমান হাওলাদার, মহরজান বেগম, জেসমিন বেগম, মমতাজ বেগম, চম্পা বেগম, জিয়াদুল ময়ান্দি ও নাজমা বেগমসহ ১২জন আহত হয়েছে। গুরুতর আহত সেলিনা বেগম ও জেসমিন বেগমকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও দুইজনকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিয়াদুল ময়ান্দির পক্ষ থেকে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।