ভাÐারিয়া শিক্ষকদের মানববন্ধন ভাÐারিয়া শিক্ষকদের মানববন্ধন - ajkerparibartan.com
ভাÐারিয়া শিক্ষকদের মানববন্ধন

4:03 pm , March 14, 2019

ভান্ডারিয়া প্রতিবেদক \ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বৈষম্য দূর করা এবং ১১ তম গ্রেডে নির্ধারণের দাবিতে ভান্ডারিয়া মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার শহরের শহিদ মিনার সড়কে বিকেল ৩ টা থেকে ৪টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তৃতা সহকারী শিক্ষক সমিতির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আবুবকর ছিদ্দিক সাংগঠনিক সম্পাদক রেজাউল আহসান শরীফ, প্রধান শিক্ষক আঃ রাজ্জাক, সহকারী শিক্ষক বাসন্তি রানী দে, আল মামুন, জাহিদুল হক প্রমূখ। এসময় বক্তারা বেতন বৈষম্য দূর করাসহ সহকারী শিক্ষকদের বেতন ১৪ থেকে ১১ গ্রেডে নির্ধারণসহ সহকারি প্রধান শিক্ষক পদ সৃষ্টি না করার দাবি জানান। এছাড়া সাবেক অর্থমন্ত্রী ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বেতন বৈষম্য নিরসন কমিটির কাছে প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ ৫বছরে তা কার্যকর হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT