3:44 pm , March 13, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ সড়কে ট্রাফিক আইন মেনে, শৃংখলা বাজায় রেখে রিক্সা চালকদের চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। এতে করে সড়ক দূঘটনা অনেকাংশে কমে আসবে। পাশাপশি সড়কে বিশৃংখলারও সৃষ্টি হবেনা। ট্রাফিক আইন, সড়কের শৃংখলা ও রিক্সা চালকদের করনীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ পরামর্শ প্রদান করেন। গতকাল বুধবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলে মহানগর এই আলোচনা সভার আয়োজন করে রিক্সা – ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের মহানগর কমিটির সভাপতি জাহাঙ্গির হোসেন দিদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাসদ জেলা কমিটির আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচীব ডা. মনিষা চক্রবর্তী, মেট্রোপলিটন ট্রাফিক পরিদর্শক রফিকুল আলম, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বুলবুল, রিক্সা – ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সদস্য দুলাল মল্লিক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, রিক্সা চালক শ্রমিকরা সব চেয়ে কম মূল্যায়ন পায়। তারা সমাজে অবহেলিত হয়ে জীবন যাপন করে। তাঁরা ছোট খাটো ভুল করলে নানা ভাবে তাদের নির্যাতন ও কটুক্তি করা হয়। তাই সড়কে রিক্সা চালাতে হলে রিক্সা চালকদের সচেতন হতে হবে। গতিবিধি নিয়ন্ত্রন করে রিক্সা চালাতে হবে। পাশাপাশি সড়কে থাকা ট্রাফিক আইন যথাযথ ভাবে মেনে চলতে হবে। কোন ভাবেই ওভার লোড, তাড়াহুড়া কিংবা অতিরিক্ত গতি নিয়ে সড়কে চলাচল করা যাবেনা। এতে সড়কে শৃংখলা ফিরে আসবে এবং দূঘটনাও কমে যাবে।