3:20 pm , March 12, 2019
লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকার করে বিক্রয় করতে গেলে প্রায় ১৪ শত কেজি চিংড়ি মাছ জব্দ করে কোস্ট গার্ড। সোমবার সন্ধ্যায় উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের কামারের খাল এলাকার মেঘনা নদী থেকে এসব মাছ জব্দ করা হয়। এসময় ৫ জেলেকে আটক করা হয়। রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান রুমি আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, জুয়েল চন্দ্র দাস (৩৪), শাহাবুদ্দিন (৪৫), মহিউদ্দিন (২৭), মো. মনির (২৫) ও লোকমান (২৬)। এদের সকলের বাড়ি মনপুরা উপজেলার বিভিন্ন স্থানে। পরে জব্দকৃত মাছগুলো অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন ইউএনও হাবিবুল হাসান রুমি।