রেল ও বিমান টিকেট সংগ্রহ করে বিড়ম্বনায় দক্ষিণাঞ্চলের ভারতীয় ভিসা প্রত্যাশীরা রেল ও বিমান টিকেট সংগ্রহ করে বিড়ম্বনায় দক্ষিণাঞ্চলের ভারতীয় ভিসা প্রত্যাশীরা - ajkerparibartan.com
রেল ও বিমান টিকেট সংগ্রহ করে বিড়ম্বনায় দক্ষিণাঞ্চলের ভারতীয় ভিসা প্রত্যাশীরা

3:18 pm , March 12, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে ভারতীয় ভিসা প্রত্যাশীদের দূর্ভোগ আর অনিশ্চয়তা আরো বেড়েছে। দক্ষিনাঞ্চলের একমাত্র বরিশালে ভারতীয় আবেদন কেন্দ্রেটি প্রতি দিন শত শত মানুষের কাছ থেকে সাড়ে ৮শ টাকা করে ফি সহ আবেদন জমা নিলেও গত মাসখানেক যাবত ভিসা প্রদান নিয়ে নানা টালবাহানা করছে বলে অভিযোগ উঠেছে। গত মাস খানেক যাবত এ আবেদন কেন্দ্র থেকে ভিসা প্রত্যাশীদের পাসপোর্ট ফেরত দেয়া নিয়ে নানা জটিলতা চলছে। স্থানীয় এ আবেদন কেন্দ্রটির দায়িত্বশীল ব্যাক্তিরা বিষয়টি নিয়ে সুস্পষ্ট কিছু বলতেও পারছন না। অথচ এখনো গড়ে প্রতিদিন দুশতাধীক ভিসা আবেদন সহ পাসপোর্ট জমা নেয়া হচ্ছে। প্রতিটি আবেদনের সাথেই ৮২৫টাকা কলে ফি গস্খহন করছে ভারতীয় ভিসা অফিস। দশদিন পরে পাসপোর্ট ফেরত দেয়ার তারিখও দেয়া হচ্ছে। কিন্তু এরপর থেকেই আবেদনকারীগন পাসপোর্ট ফেরত নিতে দিনের পর দিন ভিসা আবেদন কেন্দ্রটিতে ধর্ণা দিলেও কোন ফল হচ্ছে না।
মূলত বরিশাল সহ দেশের বিভিন্ন ভিসা আবেদন কেন্দ্রেগুলোতে ভিসা আবেদনপত্র ও পাসপোর্ট গ্রহন করা হলেও তা চলে যায় ঢাকায় ভারতীয় হাই কমিশনে। সেখান থেকে অনুমোদন মিললে ভিসা সেন্টারগুলো থেকে স্টিকারযূক্ত ভিসা সহ পাসপোর্ট আবা ফেরত পাঠান হয়ে থাকে। ইতোপূর্বে সাত কর্ম দিবসে আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেয়া হত। কিন্তু গত মাসেখানেকরও বেমী সময় ধরে চরম অব্যবস্থা চলছে। মাসাধীককাল আগে যারা আবেদন করেছেন তাদের ভিসা মঞ্জুর দুরের কথা পাসপোর্টই ফেরত দেয়া হচ্ছে না। প্রতিদিনই বিপুল সংখ্যক ভিসা আবেদনকারী বরিশালের ভিসা আবেদন কেন্দ্রটিতে ধর্ণা দিচ্ছেন। এরমধ্যে ভোলা, পটুয়াখালী ও বরগুনার দুর দুরান্ত এলাকা থেকেও বিপুল সংখ্যক ভিসা প্রত্যাসী প্রতিদিন বরিশাল ভিসা আবেদন কেন্দ্রে ধর্ণা দিচ্ছেন। ২০১৭সালে চালু হবার পরে বরিশালের এ আবেদন কেন্দ্রেটিতে দৈনিক গড়ে আড়াইশ থেকে সাড়ে ৩শ পর্যন্ত ভিসা আবেদন জমা পড়ছিল। বরিশাল বিভাগের ৬টি জেলার ভারত গমনেচ্ছুকগন এ আবেদন কেন্দ্রটিতে ভিসা আবেদনপত্র জমা দিয়ে আসছেন।
কিন্তু অতি সম্প্রতি কাষ্মীর নিয়ে ভারতÑপাক সীমান্তে উত্তেজনা শুরুর আগে থেকেই বরিশাল কেন্দ্রে জমা পড়া পাসপোর্টগুলোতে ভিসা ইস্যু এবং তা বাহককে ফেরত দেয়া নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে, তা এখনো অব্যাহত রয়েছে। এব্যাপারে ভিসা প্রত্যাসীরা বরিশালের ভিসা আবেদন কেন্দ্র বার বার যোগাযোগ করেও কোন সদুত্তর পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এমনকি ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইটে ও ভিসা সেন্টারের ই-মেইলে যোগোযোগ করেও কোন উত্তর মিলছে না বলে অভিযোগ করেছেন একাধীক ভিসা প্রত্যাশী। অনেক ভিসা প্রত্যাশী রেল ও আকাশ পথে ভারতে যাতায়াতের টিকেট সংগ্রহ করেও বিপদে পড়েছেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে বরিশালে ভারতীয় ভিসা সেন্টারে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT