3:17 pm , March 12, 2019

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম করার জন্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার দপ্তর সম্পাদক এড. হালিমা আক্তার হ্যাপিকে পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সংগঠনের সভাপতিফেরদৌস জাহান মুন্নি ও সাধারন সম্পাদক গায়েত্রী সরকার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। এতে তারা এরা উল্লেখ করেন, তিনি সংগঠনের পদে থাকা সত্বেও দলীয় কোন সভা, সমাবেশ বা দলীয় কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকেন না। এছাড়াও বর্তমানে তিনি বরিশাল সদর উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে মহিলা বাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করছেন। যা দলের শৃঙ্খলা ভংঙ্গের সামিল। তাই সংগঠনের সকল সদস্যদের সিদ্ধান্ত অনুয়ায়ি গতকাল তাকে তার পদ থেকে অব্যহতি দেয়া হয়। এছাড়াও তার সাথে সংগঠনের আর কোন সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তারা। খবর বিজ্ঞপ্তির