3:15 pm , March 12, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছেন নগরীর কন্যা রিকি হায়দার আশা। তিনি নগরীর ফকিরবাড়ি রোডের স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও বরিশাল জেলা আইনজীবি সমিতির সিনিয়র আইনজীবি এ্যাড.আলী হায়দার বাবুল ও ডালিয়া হায়দারের ছোট কন্যা। তিনি ঢাবির পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজের শিক্ষার্থী। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সেক্রেটারি।
তার নির্বাচিত হলে জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত সারা বিনতে জামাল। ওই হলে সহ-সাধারণ সম্পাদক হয়েছেন সাবরিনা খাতুন। এ হলে ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রলীগের ৯ প্রার্থী নির্বাচিত হয়েছেন। ছাত্রলীগের পূর্ণ প্যানেল ছাড়া তিনজন প্রার্থী স্বতন্ত্রভাবে এ হল থেকে নির্বাচন করেন। তারা তিনজনই নির্বাচিত হয়েছেন। অন্য দু ‘জন হলেন সাহিত্য সম্পাদক পদে খাদিজা শারমিন, সংস্কৃতি সম্পাদক পদে তাসনীম হালিম মীম। উল্ল্যেখ্য রিকি হায়দার আশা বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারী মহিলা কলেজ থেকে এইচ এসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন করেন। তিনি বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে সরকারী কর্মকর্তা হয়ে দেশের সেবা করতে চান। এদিকে ডাকসুর ১৮টি হলে বরিশালের সন্তান হিসেবে এ গৌরব অর্জন করায় রিকি হায়দারকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছে।