রূপাতলীতে বাসের ধাক্কায় অটোরিক্সার নারী যাত্রী নিহত রূপাতলীতে বাসের ধাক্কায় অটোরিক্সার নারী যাত্রী নিহত - ajkerparibartan.com
রূপাতলীতে বাসের ধাক্কায় অটোরিক্সার নারী যাত্রী নিহত

3:44 pm , March 9, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী এলাকায় পিছন থেকে বাসের ধাক্কায় ধুমরে-মুচরে গেছে অটোরিক্সা। এতে অটোরিক্সার নারী যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে রূপাতলী এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয় সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনায় নিহত অটোরিক্সার যাত্রী নারী হলো- রেনু বেগম (৫০)। ভোলা জেলার বাসিন্দা রেনু বেগম নগরীর ২৫নং ওয়ার্ড রূপাতলী এলাকার ভাড়াটিয়া বাসিন্দা আব্দুর রব হাওলাদারের স্ত্রী। এদিকে ঘটনার পর পরই কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল ঘরের সামনে থেকে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। এর আগে ঘটনাস্থল থেকে আটক করা হয় অটোরিক্সাটিকে। তবে এই ঘটনায়বাস কিংবা অটোরিক্সার চালককে আটক করতে পারেনি তারা। অপরদিকে, দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দু’জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী পরিবহনের সাথে অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং চার যাত্রী আহত হয়। তাদের মধ্যে তিনজনকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক যাত্রী রেনু বেগমকে মৃত ঘোষনা করেন। এছাড়া আব্দুস ছালাম ও অপর যাত্রী মোতাহার খানকে গুরুতর অবস্থায় হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করে দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT