অটোরিক্সার দুই চাঁদাবাজকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ অটোরিক্সার দুই চাঁদাবাজকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ - ajkerparibartan.com
অটোরিক্সার দুই চাঁদাবাজকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

3:44 pm , March 9, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে অটোরিক্সা (ইজি বাইক) থেকে চাঁদাবাজীর অভিযোগে দুই চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- নগরীর কাউনিয়া ব্র্যাঞ্চ রোড এলাকার বাসিন্দা মোর্শেদ ও নিজাম মুন্সি। শুক্রবার রাতে নগরীর ভাটিখানা এলাকা থেকে স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে কাউনিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতাল রোড জেলখানার মোড় থেকে ভাটিখানা বাজার পর্যন্ত অটোরিক্সা চলাচল করে। ওই রুটে অটোরিক্সা চালাতে হলে ব্র্যাঞ্চ রোডের মোর্শেদ ও নিজাম মুন্সিকে চাঁদা দিতে হতো শ্রমিক ও মালিকদের। দীর্ঘ দিন ধরে ওই দুই চাঁদাবাজ নিজেদের ক্ষমতাসীন দলের নেতা পরিচয় দিয়ে প্রকাশ্যেই চাঁদা আদায় করে আসছিলো। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাতে পূর্বের ন্যায় ভাটিখানায় অটোরিক্সা থেকে চাঁদা নিতে আসে মোর্শেদ ও নিজাম। এ সময় ভাটাখানা এলাকার লোকজন ও অটো শ্রমিকরা চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় স্থানীয়রা ওই দুই চাঁদাবাজকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কবির জানান, চাঁদাবাজীর অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে গতকাল শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। তবে এই ঘটনায় তাদের বিরুদ্ধে কেউ মামলা বা লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT