3:40 pm , March 9, 2019

আবু তালহা রিমন, কলকাতা থেকে ॥ চিকিৎসা সেবায় অসামান্য অবদানের জন্য ভারতে খ্যাতিমান সংগঠন রাইটার্স ওয়ার্ল্ড’র আন্তর্জাতিক মৈত্রি অ্যাওয়ার্ড-২০১৯ পেয়েছেন অধ্যাপক ডা. এইচএন সরকার। গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. এইচএন সরকারের হাতে গতকাল শনিবার এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়েছে। কলকাতার যোধপুর পার্ক সূর্যসেন মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল ও এলাহাবাদ হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি শ্যামল কুমার সেন। তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য পবিত্র সরকার, হিরন মিত্র, সৌমিত্র বসু, কবি গৌতম বসু, ভাস্কর মৃনাল কান্তি গাইন ও কবি মৃনাল বসু প্রমুখ।