বরিশাল ক্লাব লিমিটেডের নতুন সভাপতি মেয়র সাদিক আবদুল্লাহ বরিশাল ক্লাব লিমিটেডের নতুন সভাপতি মেয়র সাদিক আবদুল্লাহ - ajkerparibartan.com
বরিশাল ক্লাব লিমিটেডের নতুন সভাপতি মেয়র সাদিক আবদুল্লাহ

3:35 pm , March 8, 2019

নিজস্ব প্রতিবেদক \ বরিশাল ক্লাব লিমিটেডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গতকাল শুক্রবার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে ক্লাব সদস্যদের সিদ্ধান্তে সিটি মেয়রকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে ক্লাবের সভাপতি কাজী মফিজুল ইসলাম তার শারীরিক অসুস্থতা দেখিয়ে ক্লাবের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। এরপরে ক্লাবের সদস্য শেখ সাইদ আহাম্মেদ মান্না সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ‘র নাম সভাপতি হিসেবে প্রস্তাব করলে সকল পরিচালক ও সদস্যবৃন্দ এই সিদ্ধান্তে ঐক্যমত পোষণ করেন। সাধারণ সভায় ক্লাবের গঠনতন্ত্র পরিবর্তন করে তাৎক্ষণিকভাবে সভাপতি ও সকল পরিচালকবৃন্দ পদত্যাগ করেন। দুপুরের পরে নবনির্বাচিত সভাপতি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ক্লাবের ফ্রেন্ডস সোসাইটির সদস্যবৃন্দ ও ক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সিটি মেয়র বলেন, বরিশালের রাজনৈতিক অভিভাবক আলহাজ্জ আবুল হাসানাত আবদুল্লাহ’র সাথে পরামর্শ করে আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। তার সাথে আলোচনা করে দায়িত্ব গ্রহণের বিষয়টি চ‚ড়ান্ত করবো। এসময় ক্লাবের উন্নতির স্বার্থে সকল সদস্যবৃন্দ দ্রæত নতুন সভাপতিকে দায়িত্বভার গ্রহণ করে ছোটখাটো অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। নতুন সভাপতি আরো বলেন, সকলকে নিয়ে দেশের অন্যতম ১৫৪ বছরের ঐতিহ্যবাহী এ ক্লাবটিকে নতুন আঙ্গিকে একটি মডেল ক্লাব হিসেবে গড়ে তোলা হবে। এটি শুধু ক্লাব নয়, এখানে বিনোদনের পাশাপাশি সমাজ উন্নয়ন এবং দুস্থ মানুষের সেবায় এই ক্লাবের সকল সদস্যবৃন্দ আত্মনিয়োগ করবেন। তিনি ঐতিহ্যবাহী এ ক্লাবের সভাপতি নির্বাচিত করার জন্য সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT