প্রতীক পেয়ে প্রচারনায় ১০ চেয়ারম্যান সহ ৪০ প্রার্থী প্রতীক পেয়ে প্রচারনায় ১০ চেয়ারম্যান সহ ৪০ প্রার্থী - ajkerparibartan.com
প্রতীক পেয়ে প্রচারনায় ১০ চেয়ারম্যান সহ ৪০ প্রার্থী

3:34 pm , March 8, 2019

নিজস্ব প্রতিবেদক \ বরিশালের ৯টির মধ্যে ৬ উপজেলা চেয়ারম্যান পদে একক ৬ প্রার্থীকে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। এছাড়াও বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে সাধারন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদের ৭ প্রার্থীকে। গতকাল শুক্রবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা নির্বাচন কর্মকর্তা পৃথকভাবে তাদের নির্বাচিত ঘোষনা করেন। এর পরে পৃথকভাবে ওই দুই কর্মকর্তা ৭টি উপজেলায় চূড়ান্ত হওয়া ১০ চেয়ারম্যানসহ ৩৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেছেন। বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিতরা হলেন- বরিশাল সদর উপজেলায় আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, গৌরনদী উপজেলায় সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলায় আব্দুল রইচ সেরনিয়াবাত, বানারীপাড়া উপজেলায় মো. গোলাম ফারুক, মুলাদী উপজেলায় তারিকুল ইসলাম মিঠু ও বাকেরগঞ্জ উপজেলায় মোহাম্মদ শামসুল আলম চুন্নু। এদের মধ্যে সদর, মুলাদী ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান পদে দু’জন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরে সদর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আনোয়ার হোসাইন ও বানারীপাড়া উপজেলায় জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান প্রার্থীতা প্রত্যাহার করেন। তাছাড়া আপিলে বাতিল হয় মুলাদী উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আমিনুল ইসলাম চৌধুরী’র মনোনয়নপত্র। বাকি তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী ছিলো। এদিকে আগৈলঝাড়ায় ভাইস চেয়ারম্যানের দুটি পদে মো. রফিকুল ইসলাম তালুকদার ও মলিনা রানী রায়, গৌরনদীর দুটিতে মো. ফরহাদ হোসেন ও জিনিয়া আফরোজ হেলেন, বাবুগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা বিনতে ওহাব ও বানারীপাড়ায় মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসমিমা হোসেন এবং উজিরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী অপূর্ব কুমার বাইনকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষনা করা হয়। অপরদিকে ৭টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের ১৫টি পদে ৩৪ প্রতিদ্ব›িদ্বর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ৩টি উপজেলায় ভাইস চেয়ারম্যানের দুটি পদে লটারী করে প্রতীক বরাদ্দ দেয়া হয়। তবে চেয়ারম্যানের ৩টি পদের প্রার্থীদের দলীয় এবং পছন্দের প্রতীক দেয়া হয়েছে।
এর মধ্যে হিজলা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী সুলতান মাহমুদ – নৌকা, আ’লীগের বিদ্রোহী প্রার্থী বেলায়েত হোসেন ঢালী – আনারস ও অপর স্বতন্ত্র প্রার্থী কাজী জাকির হোসেন কাপ-পিরিচ। উজিরপুরে মজিদ সিকদার বাচ্চু – নৌকা, স্বতন্ত্র আবুল কালাম আজাদ বাদল- আনারস ও হাফিজুর রহমান ইকবাল – কাপ-পিরিচ। এছাড়া বাবুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কাজী এমদাদুল হক দুলাল- নৌকা, বিকল্প ধারার এনামুল হক রাজু- কুলা, ওয়ার্কার্স পার্টির মোজাম্মেল হক ফিরোজ- হাতুড়ী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাক আহমেদ রিপন- আনারস প্রতীক পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, বরিশাল সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো. মাহাবুবুর রহমান ও শাহ রিয়াজুল কবির, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে রেহেনা বেগম ও মোসা. হালিমা বেগম, বানারীপাড়ার ভাইস চেয়ারম্যানের মো. নুরুল হুদা, মো. আনিসুর রহমান ও শরীফউদ্দীন আহম্মেদ, মুলাদীতে ভাইস চেয়ারম্যান (পুরুষ) কাজী মাইনুল আহসান সবুজ, মো. অহিদুজ্জামান তালুকদার ও মিলন মোল্লা, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে শামীমা নাসরিন, রিনা খান ও নুরজাহান বেগম, হিজলায় ভাইস চেয়ারম্যান পদে আলতাফ হোসেন, ফারুক ইসলাম ও এনায়েত হোসেন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা বেগম ও মোহছেনা বেগম, উজিরপুরে সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সীমা রানী শীল, মোর্শেদা পারভীন ও বিউটি খানম, বাবুগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে মো. ইকবাল আহম্মেদ, মো. জাহাঙ্গীর হোসেন, শাহরিয়ার আহম্মেদ, মো. শহীদুল ইসলাম ও জামাল উদ্দিন ও বাকেরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও জিএম ফারুকী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা বেগম ও খাদিজা বেগম প্রতিদ্ব›িদ্বতা করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT