পাঁচ আইনজীবী সাময়িক বরখাস্ত পাঁচ আইনজীবী সাময়িক বরখাস্ত - ajkerparibartan.com
পাঁচ আইনজীবী সাময়িক বরখাস্ত

3:45 pm , March 7, 2019

পরিবর্তন ডেস্ক \ বরগুনা জেলা আইনজীবী সমিতি পাঁচ সদস্যকে সহকর্মীর সাথে পেশাগত অসাদাচরনের অভিযোগে সাময়িকভাবে আইনজীবী সদস্য পদ থেকে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত আইনজীবীরা হলেন জেলা আইনজীবীর সাবেক সভাপতি অ্যাড. মো: আ: মোতালেব মিয়া, কার্যকরী কমিটির যুগ্ম সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান আকন, অ্যাড. হুমায়ুন কবির পল্টু, অ্যাড. তানভীর আহম্মেদ সিদ্দিকি ও অ্যাড. হুমায়ুন কবির মুন্সি। বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মাহাবুবুল বারি আসলাম সাময়িক বরখাস্তের সত্যতা স্বীকার করে বলেন, আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মাঈনুল ইসলাম এর বিরুদ্ধে তার ফেসবুক আইডিতে একটি আপত্তিকর পোষ্ট দেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোতালেব মিয়া সভাপতি ও সম্পাদক বরাবরে লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে ১৩ জানুয়ারি অভিযোগকারী এবং অভিযুক্ত আইনজীবীকে সমিতির অফিস কক্ষে ডাকা হলে অ্যাড. মোতালেব মিয়ার নেতৃত্বে অপর চার জন আইনজীবী সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে অ্যাড. মাঈনুলের উপরে হামলা করে তাকে লাঞ্ছিত করে। এ ব্যাপারে অ্যাড. মাঈনুল ইসলাম লিখিত অভিযোগ দিলে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়। অ্যাড. মাঈনুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT