উপজেলা নির্বাচনে দিনের ভোট ডাকাতদের প্রতিরোধ করতে হবে Ñরাশেদ খান মেনন এমপি উপজেলা নির্বাচনে দিনের ভোট ডাকাতদের প্রতিরোধ করতে হবে Ñরাশেদ খান মেনন এমপি - ajkerparibartan.com
উপজেলা নির্বাচনে দিনের ভোট ডাকাতদের প্রতিরোধ করতে হবে Ñরাশেদ খান মেনন এমপি

3:23 pm , March 6, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন- এমপি বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এবার আর রাতের বেলায় ভোট হবে না। এবার ভোট ডাকাতি দিনেরবেলাতেই হবে। তাই ভোট ডাকাতদের প্রতিরোধ করতে হবে। এজন্য উপজেলা নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রতিটি নেতা-কর্মীদের কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন রাসেদ খান মেনন-এমপি। গতকাল বুধবার নগরীর কালিবাড়ি রোডের একটি কমিউনিটি সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন ও তার সহধর্মীনি সংরক্ষিত এমপি লুৎফন নেসা বিউটিকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতা কালে এ আহ্বান জানান তিনি। রাশেদ খান মেনন আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নিজ হাতে নৌকার মনোনয়ন দিয়েছেন। কিন্তু নৌকার দলীয় লোকেরাই নৌকায় ভোট দেয়নি। যে ব্যক্তি নিজেদের দলের প্রতীকে ভোট দেয় না সে তার মা-বাবাকেও বিশ্বাস করে না। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে বিনা ভোটে চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হচ্ছেন। এ ধরনের নির্বাচন দেশের জন্য কল্যানকর নয়। এ নির্বাচন দেশের জন্য কোন সু খবর বয়ে আনবে না। আমি জাতীয় সংসদে বলেছি আসন্ন উপজেলা নির্বাচনে আমরা অংশগ্রহন করবো। তাই আওয়ামী লীগকেই নির্বাচনের সেই পরিবেশ ফিরিয়ে দিতে আহ্বান জানান তিনি। ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটি আয়োজিত সংবধর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু। এছাড়া বিশেষ অতিথি ছিলেন- সংরক্ষিত এমপি লুৎফন নেসা, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড আব্দুল খালেক, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাড. শেখ মো. টিপু সুলতান, অধ্যাপক গোলাম হোসেন, যুবমৈত্রী’র কেন্দ্রীয় নেতা সুজন আহমেদ, ছাত্রমৈত্রী মহানগর কমিটির সভাপতি শামীম শাহরুখ তমাল প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT